Medical College: কলকাতা মেডিক্যালে ভয়াবহ আগুন

Medical College: সোমবার সন্ধ্যায় আগুন লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ইঞ্জিন। হেমাটোলজি বিভাগের ল্যাবে এদিন হঠাৎই আগুন লাগে বলে খবর। কলকাতা মেডিক্যালে আগুন লাগার খবর ছড়াতেই হইচই শুরু হয়ে যায় এলাকায়। খবর পেয়ে একের পর এক মোট ৫টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে হাজির হয়।

Medical College: কলকাতা মেডিক্যালে ভয়াবহ আগুন
ভয়াবহ আগুন মেডিক্যালে।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2023 | 7:46 PM

কলকাতা: মেডিক্যাল কলেজে আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। হেমাটোলজি বিভাগে সোমবার আগুন লাগে। তবে সেই সময় বিভাগে কোনও রোগী ছিলেন না। কোনও হতাহতের খবর নেই। পরিস্থিতি ঘুরে দেখেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল। হেমাটোলজি বিভাগের ল্যাবে এদিন হঠাৎই আগুন লাগে বলে খবর। কলকাতা মেডিক্যালে আগুন লাগার খবর ছড়াতেই হইচই শুরু হয়ে যায় এলাকায়। খবর পেয়ে একের পর এক মোট ৫টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে হাজির হয়।

এদিকে আগুনের লেলিহান শিখা ক্রমেই ভয়াবহ আকার নিতে থাকে। স্বভাবতই ভয় পেয়ে যান সকলে। ঘটনাস্থলে এসে হাজির হয় বিশাল পুলিশবাহিনী। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলেই খবর। এদিকে এরকম একটি হাসপাতালে আগুন লাগার খবরে হাসপাতালে আসেন কলকাতা পুলিশের সিপি। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “প্রথম দেখছি কী একটা জ্বলছে। তারপর সব বেরিয়ে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। এরপর দমকল এলো।”

হাসপাতালের এক কর্মী জানান, “রোগীর আত্মীয়রা হঠাৎ করে গিয়ে বলল আগুন লেগেছে। এরপর এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার ব্রিগেডে খবর দেওয়ার ৫ মিনিটের মধ্যে চলে এসেছে। কোনও রোগী থাকে না। এটা এআরটি সেন্টার। এইচআইভি রোগীদের ওষুধ দেওয়া হয়, ল্যাব আছে।”