Kali Puja: বাজির তাণ্ডব, অভব্য আচরণ… ‘নিয়ম ভাঙার’ রাতে কতজনকে ধরল পুলিশ?

Kolkata Police: শুধু রবিবারই (কালীপুজোর দিন) গ্রেফতার করা হয়েছে ৮২৬ জনকে। এদের মধ্যে ৩৬১ জনকে পাকড়াও করা হয়েছে বাজি ফাটানোর জন্য এবং বাকি ৪৬৫জনকে গ্রেফতার করা হয়েছে অভব্য আচরণের জন্য। শুধু তাই নয়, শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর বাজিও বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ।

Kali Puja: বাজির তাণ্ডব, অভব্য আচরণ... 'নিয়ম ভাঙার' রাতে কতজনকে ধরল পুলিশ?
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2023 | 5:33 PM

কলকাতা: নিয়ম ভেঙে বাজি ফাটালে কড়া পদক্ষেপ করা হবে, সেই হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল পুলিশ। কিন্তু পুলিশের হুঁশিয়ারিকে উপেক্ষা করেই বিভিন্ন জায়গায় নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে। কালীপুজোর রাতে শহরজুড়ে কড়া নজরদারি চালিয়েছে পুলিশ প্রশাসন। শুধু রবিবারই (কালীপুজোর দিন) গ্রেফতার করা হয়েছে ৮২৬ জনকে। এদের মধ্যে ৩৬১ জনকে পাকড়াও করা হয়েছে বাজি ফাটানোর জন্য এবং বাকি ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে অভব্য আচরণের জন্য। শুধু তাই নয়, শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর বাজিও বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। সব মিলিয়ে ৬৫৩ কেজিরও বেশি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে।

শুধু তাই নয়, বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৩৭ লিটার বেআইনি মদ। কালীপুজোর দিন রাস্তাঘাটেও কড়া নজরদারি ছিল ট্র্যাফিক পুলিশের। ট্র্যাফিক আইন ভাঙতে দেখলেই কড়া পদক্ষেপ করা হয়েছে। শুধু হেলমেট না ব্যবহারের জন্যই জরিমানা করা হয়েছে ২৫০ জনকে। বাইকের চালক হেলমেট না পরায় জরিমানা হয়েছে ১৪৭ জনের। পিছনে বসে থাকা ব্যক্তি হেলমেট না পরায় ১০৩ জনকে জরিমানা করা হয়েছে।

এছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য জরিমানা করা হয়েছে ৮৩ জনকে। গাড়িতে গতির ঝড় তুলতে গিয়ে ফ্যাসাদে পড়েছেন ৮৯ জন। সব মিলিয়ে ৪৮৫ জনকে জরিমানা করা হয়েছে ট্র্যাফিক আইন ভাঙার জন্য।

প্রসঙ্গত, কালীপুজোর রাতে সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে শহরজুড়ে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। কোথাও নিয়ম ভাঙার কোনও ঘটনা ঘটলেই কড়া পদক্ষেপ করেছে পুলিশ। শুধু গতকালই কলকাতায় ৮২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।