Fire in Cab: দাউ দাউ করে জ্বলল চলন্ত ক্যাব! এয়ারপোর্টের কাছে ভয়ঙ্কর কাণ্ড

Ranjit Dhar | Edited By: Soumya Saha

Oct 31, 2023 | 8:20 PM

Fire in Taxi: ঘটনাটি ঘটেছে বাগুইআটির জোড়ামন্দিরের কাছে ভিআইপি রোডের উপরে। মঙ্গলবার সন্ধেয় বাগুইআটি থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল ওই অ্যাপ ক্যাবটি। অগ্নিকাণ্ডের সময় ক্যাবের মধ্যে চালক ছাড়াও তিন জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে।

Fire in Cab: দাউ দাউ করে জ্বলল চলন্ত ক্যাব! এয়ারপোর্টের কাছে ভয়ঙ্কর কাণ্ড
অ্যাপ ক্যাবে আগুন
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: শহরের রাস্তায় হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠল চলন্ত অ্যাপ ক্যাব। ঘটনাটি ঘটেছে বাগুইআটির জোড়ামন্দিরের কাছে ভিআইপি রোডের উপরে। মঙ্গলবার সন্ধেয় বাগুইআটি থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল ওই অ্যাপ ক্যাবটি। অগ্নিকাণ্ডের সময় ক্যাবের মধ্যে চালক ছাড়াও তিন জন যাত্রী ছিলেন বলে জানা যাচ্ছে। সন্ধে সাতটার কিছু আগে হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া বেরতে শুরু করে। সঙ্গে সঙ্গে চালক ও যাত্রীরা গাড়ি থেকে নেমে আসেন। আর নিমেষের মধ্যেই দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক ও যাত্রীরা।

শহরের অন্যতম ব্যস্ত একটি রাস্তা হল ভিআইপি রোড। সন্ধে সাতটা নাগাদ অফিস ছুটির সময় এই রাস্তায় গাড়ি-ঘোড়ার ভিড় আরও বেশি থাকে। এমন ব্যস্ত সময়ে হঠাৎ একটি চলন্ত অ্যাপ ক্যাবে আগুন লেগে যাওয়ার সাময়িকভাবে যানজট তৈরি হয় রাস্তায়। পথচলতি সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয় এই দুর্ঘটনায়। যদিও আগুন লাগার পর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। যদিও ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছিল।

কী কারণে আগুন লাগল, সেই বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের থেকে এই অঘটন ঘটে থাকতে পারে। যেভাবে অ্যাপ ক্যাবটি দাউ দাউ করে জ্বলে উঠেছিল, তাতে যে কোনও সময়ে বড়সড় অঘটনের সম্ভাবনা ছিল। যদিও চালকের তৎপরতায়, সঠিক সময়ে যাত্রীদের ক্যাব থেকে বের করে আনা সম্ভব হয়েছিল।

Next Article