Kudghat Fire: দাউ-দাউ করে জ্বলছে আগুন! কেউ দেখার আগেই পুড়ে ছাই সবকিছু

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 31, 2021 | 1:57 PM

Death: এলাকাবাসীর কথা অনুযায়ী, প্রায় রোজ রাতেই মদ খেয়ে বাড়ি ফিরতেন তিনি।

Kudghat Fire: দাউ-দাউ করে জ্বলছে আগুন! কেউ দেখার আগেই পুড়ে ছাই সবকিছু
আগুনে পুড়ে ছাই সবকিছু

Follow Us

কলকাতা: ঘরের ভিতর দাউ-দাউ করে জ্বলছে আগুন। দরজা ভেঙে ভিতরে যখন গেলেন তখন শেষ সবকিছু। পুড়ে ছাই বাড়ির সব জিনিসপত্র। ঘরের ভিতর দগ্ধ অবস্থায় উদ্ধার হল পুরোহিতের দেহ। ঠিক কী ঘটেছিল তা খানিকটা আন্দাজ করতে পেরেছেন পরিবারের সদস্য থেকে এলাকাবাসী।

কুঁদঘাটের পশ্চিম আনন্দপল্লির বটতলা বাজার। সেখানে বাড়িতে একাই থাকতেন পুরোহিত গৌতম চক্রবর্তী। বছর তেত্রিশ থেকে চৌত্রিশ হবে। এলাকাবাসীর কথা অনুযায়ী, প্রায় রোজ রাতেই মদ খেয়ে বাড়ি ফিরতেন তিনি।

গতকাল রাতেও তার অন্যথা হয়নি। রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ বাড়িতে ঘুমিয়ে পড়েন হাইস্পিডে ফ্যান চালিয়ে। এরপর ভোর ৫ টা নাগাদ এলাকাবাসীরা দেখেন, ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। গলগল করে বেরোচ্ছে ধোঁয়া। ভিতর থেকে একটি বড় তালা দিয়ে দরজা বন্ধকরা। এরপর তারা চেষ্টা করে তালা ভেঙে ঘরে ঢোকার। কিন্তু ব্যর্থ হয় সেই চেষ্টায়।

খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থানে আসে পুলিশ। ঘরে ঢুকে যখন গৌতম চক্রবর্তীকে উদ্ধার করা হয় তখন দেখা যায় তিনি সম্পূর্ণ অগ্নিদ্বগ্ধ হয়ে গিয়ছেন। পুলিশ ও দমকল এসে তাকে উদ্ধার করে SSKM নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

জানা গিয়েছ, গৌতমবাবুর নিজের বলতে কেউ ছিল না। তাঁর দূর সম্পর্কের দিদি, দাদা ঘটনার খবর পেয়ে সেখানে আসেন। তবে আশ্চর্যজনক বিষয়, বাড়িতে কোনও গ্যাসের সিলিন্ডার নেই। ফলে সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা তাও বলা যাবে না। সেক্ষেত্রে পুলিশ মনে করছে হয়ত বিড়ি বা সিগারেটের আগুন থেকে অথবা সর্টসার্কিট থেকে হয়ত আগুন ধরে গিয়েছে।

ঘটনার বিষয়ে গৌতমবাবু জানান, “একাই থাকত ভাই। কোনও স্থায়ী রোজগার ছিল না। কখনও আমার বাড়ি কখনও দাদার বাড়িতে খেত। এইরকম একটা ঘটনা ঘটে যাবে বুঝে উঠতে পারিনি। বলার কোনও ভাষা নেই।” জনৈক আর এক প্রতিবেশী বলেন,”বাড়িতে একাই থাকতেন। মদ খেত। কখন ঘুম থেকে উঠত তার কোনও ঠিক-ঠিকানা নেই।আমরা আজ সকালে গিয়ে দেখি এই অবস্থা। পরে পুলিশকে খবর দিই।”

উল্লেখ্য, শহরে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে। মধ্যরাতে ওই বাড়িতে দোতলার একটি ঘরে আগুন লাগে। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহত হয়েছেন ওই বাড়ির দুজন ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সকলেই তখন খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন। আচমকাই ঘরের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। বাড়ির বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর যায় দমকলে। দ্রুত আগুন নেভানো হয়। কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। তবে নিজেরাই প্রাথমিকভাবে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বাড়ির দুই পুরুষ সদস্য।

আরও পড়ুন: Balurghat: ৩০ টাকা বদলে দিল ভাগ্য, নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে ছুটলেন রাজমিস্ত্রী!

Next Article