Fire: লর্ডসের মোড়ে ভয়াবহ আগুন, কাজ করছে ১৬ টি ইঞ্জিন

Fire: প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ করেন। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। প্রথমে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পরে আরও ৬টি ইঞ্জিন যায়। আপাতত দমকলের ১৬টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

Fire: লর্ডসের মোড়ে ভয়াবহ আগুন, কাজ করছে ১৬ টি ইঞ্জিন
লর্ডসের মোড়ে ভয়াবহ আগুনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2024 | 4:20 PM

কলকাতা: লর্ডসের মোড়ে ঝুপড়িতে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন। লর্ডসের মোড়ে সান্ধ্যবাজারে আগুন লাগে।  প্রাথমিকভাবে জানা গিয়েছে, লর্ডসের মোড়ের পিছনের দিকে একটা বাজার রয়েছে। সেখান থেকেই আগুন লেগেছে বলে মনে করছেন দমকলকর্মীরা। কিন্তু আগুনের লেলিহান শিখা এতটাই প্রবল, যে আগুনের উৎসস্থল পর্যন্ত এখনও পর্যন্ত পৌঁছতেই পারেননি দমকলকর্মীরা। বাজারের ধার ঘেঁষেই রয়েছে ঝুপড়ি। অত্যন্ত জনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে দ্রুত।

প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ করেন। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। প্রথমে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। পরে আরও ৬টি ইঞ্জিন যায়। আপাতত দমকলের ১৬টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

এলাকায় যানজট তৈরি হয়েছে। যাদবপুরের ট্রাফিক গার্ড যান নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। দমকল কর্মীরা জানাচ্ছেন, ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অসুবিধা হচ্ছে। আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছানোই সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। স্থানীয় বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন ঝুপড়িবাসীরা।