Fire at Eden: ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে আগুন, দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে পরিস্থিতি

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 10, 2023 | 7:02 AM

এই ড্রেসিং রুমের ঠিক বাইরে ইডেনের পুনর্নির্মাণের কাজ চলছিল। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে ঘণ্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে।

Fire at Eden: ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে আগুন, দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে পরিস্থিতি
আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। নিজস্ব চিত্র।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আর কয়েক মাস পরই ভারতে শুরু হবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের সূচিও প্রকাশিত হয়েছে। সেমিফাইনাল-সহ বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে। তার আগে ইডেনের ড্রেসিংরুমেই ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার রাত ১১টা ৫০ মিনিট নাগাদ ইডেনের ড্রেসিংরুমে আগুন লাগে। খবর পেয়েই সেখানে পৌঁছে যায় দমকলের ২টি ইঞ্জিন। দমকলবাহিনীর তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছে ইডেনের ড্রেসিং রুম। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে।

মধ্যরাতে হঠাৎই আগুন লাগল ইডেন গার্ডেন্সে। অ্যাওয়ে দলের ড্রেসিংরুম থেকে হঠাৎই ধোঁয়া বের হতে দেখেন সেখানকার কর্মীরা। এই ড্রেসিং রুমের ঠিক বাইরে ইডেনের পুনর্নির্মাণের কাজ চলছিল। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে ঘণ্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে। ড্রেসিং রুমের কাঠের ফলস সিলিং থেকে ধোঁয়া বেরোতে হচ্ছিল বলে জানা গিয়েছে। যদিও সিলিংয়ে আগুন ছড়িয়ে পড়ার আগেই সিলিংয়ের একাংশ ভেঙে ফেলা হয়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।

ইডেনে হবে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ। কালীপুজোর আগের দিনও ম্যাচ রয়েছে ইডেনে। বিশ্বকাপ উপলক্ষ্যে ইডেনে সংস্কারের কাজ চলছে। কিছু দিন আগেই আইসিসি ও বিসিসিআই-এর একটি দল ইডেন গার্ডেন্স পরিদর্শন করেছে। ইডেনের পরিস্থিতি সন্তোষজনক মনে হয়েছিল সেই দলের। আবার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরিদর্শনে আসবে আইসিসি ও বিসিসিআই-এর ওই দল। এর মধ্য বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা সংস্কারের কাজে প্রভাব ফেলে কি না সেটাই এখন দেখার।

Next Article