কলকাতা: বুধবার রাত্রিবেলা ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। যে জায়গায় সিকিউরিটি চেকিং হয়, তার কাছেই আগুন লাগে। গতকালের ঘটনার পর বৃহস্পতিবার ওই স্থান ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি মেরামতির কাজও শুরু হয়েছে। সূত্রের খবর, ঘটনাস্থলে আসতে চলছে ফরেন্সিক দলও। এ দিন, সকাল থেকেই সিকিউরিটি চেকিংয়ের কাউন্টার বন্ধ রাখা হয়েছে। ব্যবহার করা হচ্ছে অন্য কাউন্টার। যাত্রীদের সুরক্ষা দিতে এবং তাঁদের যে কোনও সমস্যা সমাধানের জন্য এমন ব্যবস্থা করা হয়েছে বলে বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
সূত্রের খবর, বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে আসছে দিল্লির ডিজিসিএ-র একটি প্রতিনিধি দল। একই সঙ্গে এলাকা পরিদর্শনে আসতে পারেন উচ্চ-পদস্থ ইঞ্জিনিয়ররা। এ দিকে, বিমানবন্দরে আগুন লাগার পর থেকেই উঠছে একাধিক প্রশ্ন। শর্ট সার্কিট থেকে আগুন নাকি দাহ্য কোনও বস্তু থেকে এই ঘটনা এখনও স্পষ্টত নয়।
প্রসঙ্গত, বিমানবন্দরের তিন নম্বর প্রস্থান গেটের কাছে বুধবার রাত ৯টার কিছু পরে হঠাৎ আগুন ধরে যায়। নিমেষে গোটা বিমানবন্দর চত্বর সাদা ধোঁয়ায় ঢেকে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের কর্মীরা অগ্নি নির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। মোট চারটি ইঞ্জিন দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ। শেষে ঘণ্টাখানেকের চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বিমান চলাচলও স্বাভাবিক হয়ে যায়।