Fire Brigade in Durga Puja: পুজোয় অগ্নিকাণ্ডের ঘটনা ঠেকাতে মাঠে দমকল, ২৫টি বড় মণ্ডপে সচেতনতা শিবিরের আয়োজন

Sourav Dutta | Edited By: জয়দীপ দাস

Oct 11, 2023 | 5:58 PM

Fire Brigade in Durga Puja: রাজ্যে এখন ১৫৭ দমকল কেন্দ্র আছে। অন্যদিকে সূত্রের খবর, এ বছর ৩৮ থেকে বেড়ে ১০০ অস্থায়ী দমকল কেন্দ্র হয়েছে। সেগুলি কোথায় থাকবে DFO-রা ঠিক করেছে। ১৮ অক্টোবর থেকে পুজোর ডিউটি শুরু করে দেবে দমকল।

Fire Brigade in Durga Puja: পুজোয় অগ্নিকাণ্ডের ঘটনা ঠেকাতে মাঠে দমকল, ২৫টি বড় মণ্ডপে সচেতনতা শিবিরের আয়োজন
প্রতীকী ছবি
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: হাতে আর মাত্র কটা দিন। তারপরই পড়ে যাবে ঢাকে কাঠি। এদিকে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে দমকল। সোজা কথায়, পুজোর সময় বড় ভূমিকায় দেখা যাবে দমকলকে। রাজ্যে ৪১ হাজারের বেশি পুজো হতে চলেছে। অনলাইনে ইতিমধ্যেই ৩১৫৯৭ পুজো অনুমোদন পেয়েছে বলে জানা যাচ্ছে। পুজোর সময় শট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা থাকে। প্রায়শই দেখা যায় এ ধরনের ঘটনা। সে কারণেই থানাওয়াড়ি দমকলের প্রতিনিধিরা বলেছেন, প্যান্ডেলের ভিতরের যেন ভাল ইলেকট্রিকের তার থাকে, সেদিকে নজর রাখতে হবে। 

এদিকে রাজ্যে এখন ১৫৭ দমকল কেন্দ্র আছে। অন্যদিকে সূত্রের খবর, এ বছর ৩৮ থেকে বেড়ে ১০০ অস্থায়ী দমকল কেন্দ্র হয়েছে। সেগুলি কোথায় থাকবে DFO-রা ঠিক করেছে। ১৮ অক্টোবর থেকে পুজোর ডিউটি শুরু করে দেবে দমকল। একইসঙ্গে বেআইনি বাজি বিক্রি রুখতেও মাঠে থাকবে দমকল। কালীপুজোর সময় বাজি বাজারে থাকবে দমকল। বাজি বাজারে গ্রিন বাজি বিক্রি হচ্ছে কি না সে বিষয়ে নজর থাকবে দমকলের। অগ্নিনির্বাপণ সচেতনতায় প্রচার করবে দমকল। পাশাপাশি দুর্গাপুজোর সময় বড় পুজো প্যান্ডেলে সচেতনতা প্রচার করা হবে দমকলের তরফে। একইসঙ্গে দ্রুত অগ্নি নির্বাপণের পরিকাঠামোয় যুক্ত হচ্ছে ড্রোন। 

দ্রুত উদ্বোধন হবে হাওড়া ফায়ার স্টেশনের। পুজোর পর চালু হবে লেকটাউন, বিরাটি, সবংয়ে দমকল কেন্দ্র। একইসঙ্গে কালীঘাট, টালিগঞ্জ ফায়ার স্টেশনের সংস্কার হচ্ছে বলেও জানা গিয়েছে। পুজোর মুখে বড় পুজো প্যান্ডেলে সচেতনতা শিবিরের আয়োজনও করা হচ্ছে। ২৫টি মণ্ডপে এই ধরনের সচেতনতা শিবিরের আয়োজন করা হতে চলেছে বলে জানা গিয়েছে। এদিকে এরইমধ্যে আবার পুজোর উদ্বোধনে নেমে পড়ছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকালে শ্রীভূমির পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এখানেই মহালয়ার দিন আসছেন বলিউড স্টার বিদ্যা বালান।

Next Article