TMC on Nawsad: নওশাদ অন্যায় করেছেন, বিজেপির বি টিম আইএসএফ: ফিরহাদ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 03, 2023 | 6:53 PM

Nawsad Siddique: নওশাদের দল বিজেপির বি টিম হিসেবে কাজ করছে বলেও আক্রমণ করেন ফিরহাদ।

TMC on Nawsad: নওশাদ অন্যায় করেছেন, বিজেপির বি টিম আইএসএফ: ফিরহাদ
নওশাদ প্রসঙ্গে তৃণমূল

Follow Us

কলকাতা: ধর্মতলায় আইএসএফ-এর কর্মসূচি ঘিরে গত ২১ জানুয়ারি উত্তাল হয়েছিল কলকাতার রাজপথ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল আইএসএফ নেতা-কর্মীদের। সেই ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এখনও জামিন মেলেনি তাঁর। এই নিয়ে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চাপান উতোর। জেলায় জেলায় আইএসএফ কর্মী-সমর্থকদের বিক্ষোভ দেখা গিয়েছে। দাবি উঠছে, নওশাদের মুক্তির। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অসন্তোষ তৈরি হয়েছে সংখ্যালঘুদের একাংশের। এমন এক পরিস্থিতিতে এবার আসরে নামলেন মমতার ক্যাবিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। দলের মুখপাত্র কুণাল ঘোষকে পাশে নিয়ে একসঙ্গে সাংবাদিক বৈঠক করলেন। জানিয়ে দিলেন, ফুরফুরা শরীফের পীরজাদাদের প্রতি সম্মান রয়েছে কিন্তু নওশাদ সিদ্দিকী যা করছেন তা অন্যায়। শুধু তাই নয়, নওশাদের দল বিজেপির বি টিম হিসেবে কাজ করছে বলেও আক্রমণ করেন ফিরহাদ।

ফিরহাদ হাকিম এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কোনও ধর্মগুরুকে অবমাননা করার ইচ্ছা তৃণমূল কংগ্রেসের নেই। কিন্তু ধর্মগুরুর চাদর পরে যদি কেউ রাজনীতিক হন এবং সংখ্যালঘুদের অধিকার হনন করার কোনও দলের সঙ্গে শুধু টাকার জন্য, ভোট-কাটুয়া হয়ে কাজ করেন, তাহলে নিশ্চিতভাবে তৃণমূল প্রতিবাদ করবে।’ পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও তুলে ধরেন ফিরহাদ-কুণাল। প্রশ্ন করেন,’নওশাদ সিদ্দিকীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কীভাবে লেনদেন হল? কার মাধ্যমে হল? কে দিয়েছে? একুশের নির্বাচনে অভিপ্রায় কী ছিল? আমরা তো জানতাম সিপিএম-এর সঙ্গে সমঝোতা ছিল। বিজেপির সঙ্গে এই সমঝোতা কীসের স্বার্থে? বিজেপি শীর্ষ নেতাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট কীসের স্বার্থে?’

কড়া ভাষায় নওশাদ সিদ্দিকীর সমালোচনা করে ফিরহাদের বক্তব্য, ‘যদি তিনি আমাদের ধর্মগুরু হয়ে থাকেন, তাহলে যে ধর্মের মানুষকে সবথেকে বেশি আঘাত করেছে, সেই দলের নেতাদের সঙ্গে ভোটের সময় হোয়াটসঅ্যাপ চ্যাট কীসের জন্য?’ প্রসঙ্গত, গতকালও সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, নওশাদ সিদ্দিকীর দম আছে, তাই অন্যদের মতো সারেন্ডার করেননি শাসক দলের কাছে। সেই প্রসঙ্গ টেনে ফিরহাদ বলেন, ‘শুভেন্দু অধিকারীও এখন নওশাদ সিদ্দিকীকে সার্টিফিকেট দিচ্ছেন। যে মানুষ নন্দীগ্রামে দাঁড়িয়ে বলেছিলেন, আমি ৭০ শতাংশের ভোট নেব, ৩০ শতাংশের ভোট নেব না। তিনিও সার্টিফিকেট দিচ্ছেন নওশাদ সিদ্দিকীকে? কীসের জন্য?’

এককালে আসাদউদ্দিন ওয়াইসির মিমকে বিজেপির বি টিম বলে খোঁচা দিতে দেখা গিয়েছে অনেক দলকে। কিন্তু এবার নওশাদ সিদ্দিকীর আইএসএফ-কেই বিজেপির বি টিম বলে আক্রমণ করলেন ফিরহাদ। নওশাদকে একহাত নিয়ে বললেন, ‘যে মানুষগুলি আপনাকে হুজুর হুজুর করে, সেই মানুষগুলির বিশ্বাস ভেঙে দিলেন আপনি? বিজেপি এমন কী দিয়েছে?’ কুণাল ঘোষও ফিরহাদের সঙ্গে সুর চড়িয়ে বললেন, ‘নওশাদ সিদ্দিকী যা করেছেন তা অন্যায় করেছেন।’

Next Article