Firhad Hakim: ‘শ্বশুরবাড়ির লোক জামাইকে টিভিতে দেখছে, তাই ভিড় DA মঞ্চে’; আন্দোলন নিয়ে কটাক্ষ ফিরহাদের

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Mar 10, 2023 | 5:26 PM

Firhad Hakim: ফিরহাদের বক্তব্য়, 'আজ সব জায়গায় ৯০-৯৫ শতাংশ লোক কাজ করেছেন।' আজ যে ধর্মঘট ডাকা হয়েছিল, তাও বিফল বলে দাবি মন্ত্রীর।

Firhad Hakim: শ্বশুরবাড়ির লোক জামাইকে টিভিতে দেখছে, তাই ভিড় DA মঞ্চে; আন্দোলন নিয়ে কটাক্ষ ফিরহাদের
ডিএ মঞ্চ নিয়ে কী বললেন ফিরহাদ ?

Follow Us

কলকাতা: বকেয়া মহার্ঘভাতার দাবিতে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছিল রাজ্যের সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। কিন্তু শাসক শিবির বলছে, ধর্মঘটের তেমন প্রভাব পড়েনে সরকারি অফিসগুলিতে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দুপুরেই বলে দিয়েছিলেন, অফিসগুলিতে হাজিরাই প্রমাণ করছে কেউ ‘প্ররোচনায়’ পা দেননি। সময় গড়াতে আরও ঝাঁঝ বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের অপর মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ফিরহাদের বক্তব্য়, ‘আজ সব জায়গায় ৯০-৯৫ শতাংশ লোক কাজ করেছেন।’ আজ যে ধর্মঘট ডাকা হয়েছিল, তাও বিফল বলে দাবি মন্ত্রীর। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কর্মদিবস নষ্টে বিশ্বাস করে না। কর্মদিবস নষ্টও হয়নি।

সঙ্গে ফিরহাদ হাকিম আরও বলেন, ‘আপনারা যদি টিভিতে দেখানো বন্ধ করে দিতেন, তাহলে আরও যাঁরা অনশন করছেন, তাঁরাও ক্যাম্প উঠিয়ে দিতেন। বিরোধী দলের লোকেরা রোজ যাচ্ছে, আপনারাল টিভিতে দেখাচ্ছেন। কেউ না দেখুক, শ্বশুরবাড়ির লোকেরা দেখে বলছেন, দেখো জামাইকে দেখা যাচ্ছে। সেই জন্য ভিড় হচ্ছে।’

প্রসঙ্গত, বকেয়া মহার্ঘভাতার দাবিতে আন্দোলনকারীদের উদ্দেশে এর আগেও কড়া মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম। বলেছিলেন, না পোষালে ছেড়ে দিয়ে কেন্দ্রীয় সরকারের চাকরি করার জন্য। সেদিনই মন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন, সামাজিক প্রকল্পগুলি বন্ধ করে মহার্ঘভাতা দেওয়ার পক্ষে নয় রাজ্য সরকার। এদিন ফিরহাদ আরও একবার রাজ্যের অবস্থান স্পষ্ট করে বলেন, ‘আমরা সবকিছু দিতে ভালবাসি। আমি সামাজিক প্রকল্প বন্ধ করে ডিএ দিতে পারব না। নিশ্চিতভাবে তিন শতাংশ দেওয়া হয়েছে, যা আমার সাধ্যের মধ্যে। সাধ্য যেদিন বাড়বে, সেদিন আরও দেওয়া হবে।’

উল্লেখ্য, চলতি অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করার সময় চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য তিন শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন। কিন্তু তাতে সরকারি কর্মচারীদের অসন্তোষ কমেনি। উল্টে আরও বেড়েছে। তাঁদের বক্তব্য, মহার্ঘভাতা তাঁদের হকের পাওনা, তাঁরা কোনও ভিক্ষার দান চাইছেন না। নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরা অনশনের পথে হেঁটেছেন। পেন ডাউন কর্মসূচিও নেওয়া হয়েছে। এবার ধর্মঘটের পথে হাঁটলেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। যদিও সেই ধর্মঘট ব্যর্থ বলেই দাবি রাজ্যের শাসক দলের।

Next Article