Partha Chatterjee: এই পার্থদা অচেনা, স্বপ্নেও ভাবিনি কেউ টাকা নিয়ে চাকরি দেবে: ফিরহাদ

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Mar 14, 2023 | 12:40 PM

Firhad on Partha: পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বললেন, 'এই পার্থদাকে চিনতাম না। এই পার্থদা আমার কাছে নতুন।'

Partha Chatterjee: এই পার্থদা অচেনা, স্বপ্নেও ভাবিনি কেউ টাকা নিয়ে চাকরি দেবে: ফিরহাদ
ফিরহাদ হাকিম ও পার্থ চট্টোপাধ্যায়

Follow Us

কলকাতা: শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির (Recruitment Scam) অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারির পর থেকেই তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেছে রাজ্যের শাসক শিবির। এবার পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বললেন, ‘এই পার্থদাকে চিনতাম না। এই পার্থদা আমার কাছে নতুন। আমি বহু বছর পার্থদার সঙ্গে রাজনীতি করেছি। এটা কোনওদিন স্বপ্নেও ভাবতে পারিনি, টাকা নিয়ে কেউ চাকরি দেবে।’ সঙ্গে রাজ্যে নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের যে অভিযোগ উঠছে, সেই বিষয়ে ফিরহাদের আরও সংযোজন, ‘যেটা হয়েছে সেটা কাম্য নয়। টাকা নিয়ে চাকরি, যেটা আমরা দেখছি, সেটা আমাদের প্রত্যেকের কাছে লজ্জার।’

পাশাপাশি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে এইসবের মধ্যে কোনওভাবেই জড়িত নন, সেই কথাও স্পষ্ট করে দেন ফিরহাদ। বললেন, ‘সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁদে কলঙ্ক থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও দাগ নেই। কাউকে বিশ্বাস করাটা ভুল নয়, কাউকে বিশ্বাস করাটা অন্যায় নয়। তিনি বিশ্বাস করেছিলেন, ঠকেছিলেন, ভরসা করেছিলেন। এত বড় অর্গানাইজেশন বিশ্বাস ছাড়া চলে না। আমরা আজীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, থাকব। তিনি অন্যায় করতে পারেন না।’

যদিও ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পর টিভি নাইন বাংলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর বক্তব্য, ফিরহাদ হাকিম যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেন। বললেন, ‘তিনি নিজেকে চিনতে পারছেন তো? এসব বাড়াবাড়ি কথা হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে তাঁকে চিনলেন না? জানলেন না?’ সুজন চক্রবর্তীর কথায়, নিয়োগ দুর্নীতির এই অভিযোগ হল একটি সংগঠিত অপরাধ।

বিজেপি নেতা রাহুল সিনহাও এই মন্তব্যের জন্য খোঁচা দিয়েছেন ফিরহাদকে। টিভি নাইন বাংলায় বিজেপি নেতা জানান, এখন ওদের মধ্যে গৃহযুদ্ধ লেগেছে। ভাগ বাটোয়ারায় কে বেশি খেয়েছে, কে কম খেয়েছে, তা নিয়ে লড়াই চলছে এবং সেই লড়াইয়ের কথাই ফিরহাদ হাকিমের মুখ দিয়ে বেরিয়ে এসেছে।’

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের একের পর এক ছোট-বড়-মাঝারি মাপের নেতা গ্রেফতার হয়েছেন। তৃণমূল শিবির থেকে শুরু থেকেই অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। বুঝিয়ে দেওয়া হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না। এমন অবস্থায় ফিরহাদ হাকিমের এই মন্তব্য স্বাভাবিকভাবেই বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Next Article