কলকাতা: কালীপুজোর পরই দিল্লিতে নামতে পারে কৃত্রিম বৃষ্টি। রাজধানীতে যে হারে দূষণ বাড়ছে তা ঠেকাতেই মূলত এই কৃত্রিম বৃষ্টি নামানোর কথা ভাবছে দিল্লি সরকার। কিন্তু কলকাতা? সেখানেও জেরবার মহানগরবাসী। তার উপর সামনে কালীপুজো। দূষণ আরও বাড়বে বলার অপেক্ষা রাখে না। এই বিষয়ে শুক্রবার প্রতিক্রিয়া দিতে গিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম খোঁচা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে।
এ দিন, ফিরহাদ বলেন, “বায়ুদূষণে দিল্লি এক নম্বর। কলকাতা তিন নম্বরে ছিল। সেই সময় গাছে জল দেওয়ার জন্য স্প্রিংলার মেশিন নামানো হয়েছে। বায়ুদূষণ কীভাবে বন্ধ করা যায় সব কাজ করেছি। যথেষ্ঠ পরিমাণ গাছ লাগানো হয়েছে। এখন কলকাতার স্থান সম্ভবত কুড়ি বা তেইশে রয়েছে। এই কাজ চলবে যতক্ষণ না বৃষ্টি আসে। চল্লিশটি স্প্রিংলার কাজ করবে।
এখানেই শেষ নয়, নাম না করে তিনি বলেন, “ওই কৃত্রিম বৃষ্টি দিয়ে কিছু হবে না। ওগুলি পাবলিসিটির জন্য লাগে। আর কোনও কাজে লাগে না। টিভিতে শুনতে, টিভিতে দেখতে খুবই ভাল লাগে। কিন্তু বাস্তবে কোনও সুবিধা নেই। দূষণ নিয়ন্ত্রণ করতে গেলে গাছ লাগাতে হবে।”
উল্লেখ্য, দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই কৃত্রিম বৃষ্টি নিয়ে সম্প্রতি বৈঠকও করেছেন IIT কানপুরের সঙ্গে। গত ৫ বছর ধরে কাজ করে চলেছে আইআইটি কানপুর। গত জুলাই মাসে কৃত্রিম বৃষ্টি নামানোর পরীক্ষাও সফল হয়েছে বলে সংস্থার দাবি। এবার দূষণে জর্জরিত দিল্লি ও সংলগ্ন এনসিআর অঞ্চলে কৃত্রিম বৃষ্টি নামাতে উদ্যত হয়েছে সংস্থা।