One Person One Post: ‘এক ব্যক্তি, এক পদ’ নীতিতে বদল! বৈঠক শেষে কী বললেন ফিরহাদ?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 12, 2022 | 8:00 PM

One Person One Post: বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ববি হাকিম বলেন, নতুন করে নীতি নির্ধারণ হবে।

Follow Us

কলকাতা : ‘এক ব্যক্তি, এক পদ’ নীতিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মান্যতা দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এর আগে কলকাতা পুরভোটে সেই নীতি ভাঙতে দেখা গিয়েছে, তবে সম্প্রতি যে ভাবে সেই নীতির সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে দলীয় নেতাদের একাংশ, তাতে বিতর্ক সামনে আসে নতুন করে। সেই নীতিতে যে বদল আসছে, শনিবার আরও একবার সেটাই স্পষ্ট ভাবে জানালেন ফিরহাদ হাকিম। এ দিন কালীঘাটে দলনেত্রীর সঙ্গে বৈঠক শেষে এই বিষয়ে নিজের বক্তব্যেই অনড় থাকলেন ফিরহাদ। তিনি জানালেন, শুক্রবার তিনি যা বলেছিলেন, সেটাই তৃণমূলের বার্তা। এ নিয়ে আর কোনও আলোচনার অবকাশ নেই বলে জানা তিনি। উল্লেখ্য, শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম ইঙ্গিত দিয়েছিলেন, এই নীতিতে বদল আনতে পারেন দলনেত্রী।

শনিবারের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ববি হাকিম বলেন, ‘নতুন করে নীতি নির্ধারণ হবে।’ অর্থাৎ সরাসরি না বললেও ‘এক ব্যক্তি, এক পদ’ নীতিতে যে বদল আসছে, সেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিধানসভা নির্বাচনের পরই দলের অন্দরে এই  ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির কথা শোনা গিয়েছিল। কিন্তু, কলকাতার পুরভোটে মান্যতা পায়নি সেই নীতি। যার অন্যতম উদাহরণ খোদ ববি হাকিম। বিধায়ক তথা মন্ত্রী হওয়ার পরও পুরভোটে টিকিট পেয়েছেন তিনি। জিতে মেয়রও হয়েছেন তিনি। শুক্রবারই এই বিতর্কে তিনি বলেন, ‘আমাদের নেত্রী যে সিদ্ধান্ত নেবেন, দলে সেই সিদ্ধান্তই মানা হবে। তাই এই ধরনের পোস্টের অনুমোদন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দেয় না। সোশ্যাল মিডিয়ায় আজ মানুষকে বিভ্রান্ত করার জন্য ক্যাম্পেন হচ্ছে।’ দলের স্বার্থে এই ধরনের পোস্ট নয়, দল এটাকে অনুমোদন দিচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। শনিবার সেই অবস্থানেই তিনি অনড় থাকলেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে সেই নীতির সমর্থনে। বন্দ্যোপাধ্যায় পরিবারের একাধিক সদস্যের ওয়ালে সেই পোস্ট দেখা যায়, যাতে লেখা ‘আই সাপোর্ট ওয়ান পার্সন, ওয়ান পোস্ট’। ক্রমে যুব নেতাদের ওয়ালেও ছড়িয়ে পড়ে সেই পোস্ট।

তবে, দলীয় সূত্রে খবর, ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির যে কথা বলা হচ্ছিল দলের বিভিন্ন অংশের তরফে, তাকে রীতিমতো খারিজ করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কারণ ফিরহাদ হাকিমকে মেয়র এবং মন্ত্রীর পাশাপাশি জাতীয় কর্মসমিতিতেও রাখা হয়েছে। শুধু ফিরহাদই নয়, যাঁদের এই তালিকায় রাখা হয়েছে তাঁদের মধ্যে অনেকেই মন্ত্রী। শনিবার, কালীঘাটের বৈঠকের পর প্রকাশ করা হয়েছে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম। তালিকায় নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সহ মোট ২০ জনের।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

কলকাতা : ‘এক ব্যক্তি, এক পদ’ নীতিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মান্যতা দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এর আগে কলকাতা পুরভোটে সেই নীতি ভাঙতে দেখা গিয়েছে, তবে সম্প্রতি যে ভাবে সেই নীতির সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে দলীয় নেতাদের একাংশ, তাতে বিতর্ক সামনে আসে নতুন করে। সেই নীতিতে যে বদল আসছে, শনিবার আরও একবার সেটাই স্পষ্ট ভাবে জানালেন ফিরহাদ হাকিম। এ দিন কালীঘাটে দলনেত্রীর সঙ্গে বৈঠক শেষে এই বিষয়ে নিজের বক্তব্যেই অনড় থাকলেন ফিরহাদ। তিনি জানালেন, শুক্রবার তিনি যা বলেছিলেন, সেটাই তৃণমূলের বার্তা। এ নিয়ে আর কোনও আলোচনার অবকাশ নেই বলে জানা তিনি। উল্লেখ্য, শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম ইঙ্গিত দিয়েছিলেন, এই নীতিতে বদল আনতে পারেন দলনেত্রী।

শনিবারের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ববি হাকিম বলেন, ‘নতুন করে নীতি নির্ধারণ হবে।’ অর্থাৎ সরাসরি না বললেও ‘এক ব্যক্তি, এক পদ’ নীতিতে যে বদল আসছে, সেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিধানসভা নির্বাচনের পরই দলের অন্দরে এই  ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির কথা শোনা গিয়েছিল। কিন্তু, কলকাতার পুরভোটে মান্যতা পায়নি সেই নীতি। যার অন্যতম উদাহরণ খোদ ববি হাকিম। বিধায়ক তথা মন্ত্রী হওয়ার পরও পুরভোটে টিকিট পেয়েছেন তিনি। জিতে মেয়রও হয়েছেন তিনি। শুক্রবারই এই বিতর্কে তিনি বলেন, ‘আমাদের নেত্রী যে সিদ্ধান্ত নেবেন, দলে সেই সিদ্ধান্তই মানা হবে। তাই এই ধরনের পোস্টের অনুমোদন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দেয় না। সোশ্যাল মিডিয়ায় আজ মানুষকে বিভ্রান্ত করার জন্য ক্যাম্পেন হচ্ছে।’ দলের স্বার্থে এই ধরনের পোস্ট নয়, দল এটাকে অনুমোদন দিচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। শনিবার সেই অবস্থানেই তিনি অনড় থাকলেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে সেই নীতির সমর্থনে। বন্দ্যোপাধ্যায় পরিবারের একাধিক সদস্যের ওয়ালে সেই পোস্ট দেখা যায়, যাতে লেখা ‘আই সাপোর্ট ওয়ান পার্সন, ওয়ান পোস্ট’। ক্রমে যুব নেতাদের ওয়ালেও ছড়িয়ে পড়ে সেই পোস্ট।

তবে, দলীয় সূত্রে খবর, ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির যে কথা বলা হচ্ছিল দলের বিভিন্ন অংশের তরফে, তাকে রীতিমতো খারিজ করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কারণ ফিরহাদ হাকিমকে মেয়র এবং মন্ত্রীর পাশাপাশি জাতীয় কর্মসমিতিতেও রাখা হয়েছে। শুধু ফিরহাদই নয়, যাঁদের এই তালিকায় রাখা হয়েছে তাঁদের মধ্যে অনেকেই মন্ত্রী। শনিবার, কালীঘাটের বৈঠকের পর প্রকাশ করা হয়েছে তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম। তালিকায় নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সহ মোট ২০ জনের।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

Next Article