Gangasagar Mela: যেহেতু কোভিড নেই, গঙ্গাসাগরে ৩০ লক্ষ মানুষের সমাগম হবে, থাকবে মাস্ক, স্যাটিটাইজ়ার, পরীক্ষার ব্যবস্থা: ফিরহাদ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 24, 2022 | 11:53 PM

Firhad Hakim: ফিরহাদ হাকিম জানালেন, "এখনও পর্যন্ত যে অ্যাডভাইজরি এসেছে, তাতে আমরা ওখানে কোভিড পরীক্ষার ব্যবস্থা রাখছি। মাস্ক ও স্যানিটাইজ়ারের ব্যবস্থাও থাকবে। কিন্তু আর অন্য কোনও বিধি এখনই লাগু করা হচ্ছে না।"

Gangasagar Mela: যেহেতু কোভিড নেই, গঙ্গাসাগরে ৩০ লক্ষ মানুষের সমাগম হবে, থাকবে মাস্ক, স্যাটিটাইজ়ার, পরীক্ষার ব্যবস্থা: ফিরহাদ
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি প্রসঙ্গে ফিরহাদ হাকিম

Follow Us

কলকাতা: গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela 2023) প্রস্তুতি নিয়ে বুধবারই নবান্ন সভাঘরে একটি পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারের গঙ্গাসাগর মেলায় প্রায় ৩০ লাখ পূন্যার্থীর ভিড় হওয়ার সম্ভাবনার কথা সেদিনই শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে শনিবার বৈঠক করল কলকাতা পুরনিগম (Kolkata Municipal Corporation)। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বৈঠক শেষে বললেন, “যেহেতু কোভিড নেই, আমরা আশা করছি প্রায় ৩০ লাখ মানুষ গঙ্গাসাগরে আসবেন।” রাজ্যের কোভিড পরিস্থিতি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে বটে, কিন্তু চিনে যেভাবে করোনার আবার বাড়বাড়ন্ত দেখা দিয়েছে, তা নিয়ে উদ্বেগ বেড়েছে এ দেশেও। স্বাস্থ্যমন্ত্রক সব রাজ্যকে সতর্ক করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং একটি পরিস্থিতি পর্যালোচনা বৈঠক করেছেন।

রাজ্যেও মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিস্থিতির উপর নজর রাখার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। এমন অবস্থায় এত লাখ লাখ মানুষের ভিড় যেখানে হওয়ার সম্ভাবনা, সেখানে কোভিড নিয়ে কতটা সতর্কতা রাখছে পুরনিগম? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম জানালেন, “এখনও পর্যন্ত যে অ্যাডভাইজরি এসেছে, তাতে আমরা ওখানে কোভিড পরীক্ষার ব্যবস্থা রাখছি। মাস্ক ও স্যানিটাইজ়ারের ব্যবস্থাও থাকবে। কিন্তু আর অন্য কোনও বিধি এখনই লাগু করা হচ্ছে না। যদি এর মধ্যে ভারতে আবার কোভিড ধরা পড়ে, তাহলে নিশ্চিতভাবে কেন্দ্রের অ্যাডভাইজরি আসবে, তখন সেই অনুযায়ী আমাদের আবার এখান থেকে গঙ্গাসাগর পর্যন্ত সব বদলে নিতে হবে।” আপতত কোভিড পরীক্ষার জন্য একটিই ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত বদল করা হতে পারে।

ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, এবারের গঙ্গাসাগর মেলায় আগত পূন্যার্থীদের জন্য ‘সিঙ্গল টিকিটে’ গঙ্গাসাগর যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে।

এর পাশাপাশি যে সময়ে এবার গঙ্গাসাগর মেলা হচ্ছে, ওই সময়ে শহরে আরও দুটি বড় অনুষ্ঠান রয়েছে। জি-২০ সংক্রান্ত প্রস্তুতি বৈঠক রয়েছে। পাশাপাশি ভারত-শ্রীলঙ্কা ম্যাচও রয়েছে। এই সময়ে যান-চলাচল নিয়ন্ত্রণ ও শহর পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বাড়তি ব্যবস্থাপনা রাখা হচ্ছে।

Next Article