বারাসত: বড়দিনের সকালে বাতিল একাধিক লোকাল ট্রেন (Local Trains Cancelled)। বারাসত-বনগাঁ শাখা এবং বারাসত হাসনাবাদ শাখায় ২৫ ডিসেম্বরের সকালে একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারাসত রেল স্টেশনের উপর পুরনো ফুটওভার ব্রিজ পর্যবেক্ষণের পর জীর্ণ হওয়ার কারণে, অনেকদিন ধরেই বন্ধ করে রাখা হয়েছে। পরবর্তীতে ওই ফুটওভার ব্রিজটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। সেই ফুটওভার ব্রিজটি ভাঙার কাজ শুরু হওয়ার কারনে, শনিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টা থেকে রবিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা পর্যন্ত দমদম – বনগাঁ শাখায় ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল। সেই কারণে ২৫ ডিসেম্বর সকালে বারাসত-বনগাঁ এবং বারাসত-হাসনাবাদ লাইনে ট্রেন চলাচল আংশিক ব্যাহত হবে।
বারাসত-হাসনাবাদ লাইনে আপ ৩৩৩১৩ এবং ডাউন ৩৩৩১২ লোকাল বাতিল করা হয়েছে রবিবারের জন্য। আপ লোকালটি সকাল ৫টার সময়ে বারাসত স্টেশন থেকে ছাড়ে এবং ৬টা ২২ মিনিটে হাসনাবাদে গিয়ে পৌঁছায়। অন্যদিকে ডাউন ট্রেনটি সকাল ৫টা ১০ মিনিটে হাসনাবাদ থেকে ছেড়ে বারাসতে পৌঁছায় ৬টা ৩২ মিনিটে।
এর পাশাপাশি বারাসত-বনগাঁ লাইনে আপ ৩৩৩৬১ এবং ডাউন ৩৩৩৬২ লোকাল দুটি রবিবারের জন্য বাতিল করা হয়েছে। বারাসত থেকে আপ ট্রেনটি সকাল ৭টা ৪৫ মিনিটে ছেড়ে সকাল ৮টা ৫৫ মিনিটে বনগাঁয় গিয়ে পৌঁছায়। অন্যদিকে ডাউন ট্রেনটি সকাল ৯টা ২৮ মিনিটে বনগাঁ থেকে ছেড়ে সকাল ১০টা ৩৫ মিনিটে বারাসতে এসে পৌঁছায়।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজের জন্য ওই চারটি লোকাল ট্রেন রবিবার বাতিল করা হয়েছে। উল্লেখ্য, বারাসত এক নম্বর ও দুই নম্বর রেল প্লাটফর্মের উপরের অংশের ফুটওভার ব্রিজটি এদিন রাত বারোটা থেকে খুলে নেওয়ার কাজ শুরু হবে। রেল সূত্রে খবর, পর্যায়ক্রমে এই ফুটওভার ব্রিজটি খুলে নেওয়ার কাজ চলবে। স্বাভাবিকভাবে উৎসবের মরশুমে ট্রেন বন্ধ থাকার কারণে সাময়িক অসুবিধার মধ্যে পড়তে হতে পারে ট্রেনযাত্রীদের।