Firhad Hakim on post mortem: কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত নিরপেক্ষ হবে তো? প্রশ্ন তুললেন ফিরহাদ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 07, 2022 | 8:33 PM

Firhad Hakim on post mortem: আর জি কর হাসপাতালে ময়নাতদন্ত হলে তা সঠিক হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিল অর্জুনের পরিবার। এরপরই কমান্ড হাসপাতালে দেহ নিয়ে যাওয়া হয়।

Firhad Hakim on post mortem: কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত নিরপেক্ষ হবে তো? প্রশ্ন তুললেন ফিরহাদ
মেট্রোর বিরুদ্ধে সরব ফিরহাদ

Follow Us

কলকাতা : কাশীপুরে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার দেহের ময়নাতদন্ত কোথায় হবে, তা নিয়ে জটিলতা তৈরি হয় শুক্রবার। পরে আদালত নির্দেশ দেয় যাতে কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত হয় বিজেপি যুবনেতার। শনিবারই সেই নির্দেশ মেনে ময়নাতদন্ত হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন ওই হাসপাতালে। আর জি কর ও এইমস উভয় হাসপাতালের চিকিৎসকই উপস্থিত ছিলে ময়নাতদন্তের সময়। কিন্তু সেই ময়নাতদন্ত কতটা নিরপেক্ষ হল, তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। অমিত শাহের নির্দেশে ময়নাতদন্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম দাবি করেন, প্রমাণের আগে খুন না আত্মহত্যা, তা বলা যায় না। অমিত শাহের মন্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শুক্রবারই অমিত শাহ কাশীপুরে গিয়ে বলেছেন, ‘অর্জুনের মৃত্যু আসলে রাজনৈতিক হত্যা।’ আর সেই প্রসঙ্গে এ দিন ফিরহাদ বলেন, ‘একজন ব্যক্তির মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে, এজেন্সি কোনও রিপোর্ট দেওয়ার আগে, এমনকি পোস্টমর্টেম হওয়ার আগেই একজন কেন্দ্রীয় মন্ত্রী দাঁড়িয়ে সিবিআই তদন্তের কথা বলছেন।’

ফিরহাদের দাবি, কেন্দ্রের মন্ত্রীই ঠিক করে দিচ্ছেন সেনাবাহিনীর অধীনে পোস্টমর্টেম হবে। তাই পোস্টমর্টেম রিপোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে তাঁর। ফিরহাদের মতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশিত পথে এই পোস্টমর্টেম যিনি করবেন, তিনি কী তাঁর নিরপেক্ষতা বজায় রাখতে সক্ষম হবেন? ফিরহাদ প্রশ্ন তুলেছেন, ‘যদি নিরপেক্ষভাবে পোস্টমর্টেম রিপোর্ট দেন এবং সেখানে প্রমাণিত হয়, অর্জুন চৌরাসিয়া আত্মহত্যা করেছিলেন, তাহলে কি ওই পোস্টমর্টেম করা আধিকারিকের চাকরি থাকবে?’ নিরপেক্ষভাবে যাতে তদন্ত হয়, আসল সত্য যাতে উদঘাটিত হয় সে বিষয়েও আবেদন জানিয়েছেন ফিরহাদ।

ইতিমধ্যে শেষ হয়েছে অর্জুনের ময়নাতদন্তের প্রক্রিয়া। এ দিন উপস্থিত ছিলেন আর জি করের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান সোমনাথ দাস। ছিলেন কল্যাণী এইমসের ফরেন্সিক মেডিসিন বিভাগের চিকিৎসকও। ইস্টার্ন কমান্ডের তরফে এ দিন ময়নাতদন্ত করেন দু’জন চিকিৎসক, একজন ফরেন্সিক বিশেষজ্ঞ, একজন প্যাথোলজিস্ট।

Next Article