কলকাতা: শুক্রবারই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই শাহি সফর ঘিরে জোর জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। সেই চর্চার রেশ কাটতে না কাটতেই শনিবার কলকাতায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেল কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম ও সস্ত্রীক মহারাজকে। শুধু এক মঞ্চে থাকাই নয়, ফিরহাদ হাকিমকে দরজা সার্টিফিকেটও দিলেন সৌরভ। রাজনীতিকদের অনেকেরই মত, সৌরভ চিরকাল খুব সচেতনভাবেই রাজনৈতিক আলোকবৃত্তের ধারে কাছে থাকেন। তবে এক্ষেত্রে কোনও একটি রাজনৈতিক দল নয়, বরং বিভিন্ন মতাদর্শের নেতৃত্বের সঙ্গেই তাঁর সুসম্পর্ক। সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে সৌরভের সম্পর্ক সকলেরই জানা। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে সৌরভ যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, ফোনে খবর নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সৌরভের খুবই ভাল সম্পর্ক।
এদিন অনুষ্ঠান মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “উনি (ফিরহাদ) আমাকে ক্লাস ওয়ান থেকে দেখেছেন। আমার বাবার সঙ্গে ওনার ছোটবেলার সম্পর্ক। আমার বাড়ির সঙ্গে ওনার ছোটবেলার সম্পর্ক। ৪০ বছর ধরে ওনাকে চিনি।” এই সৌরভকেই শুক্রবার অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, অমিত শাহের সঙ্গে তাঁর পুরনো পরিচয়। জয় শাহর সঙ্গে ক্রিকেট খেলার সময় থেকে পরিচয়। এখন তাঁরা একইসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড চালান।
সৌরভ গঙ্গোপাধ্যায় সেই ভারতীয় ক্রিকেটার যাঁকে ভারতীয় দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ঝড় উঠেছিল সংসদেও। শরদ পাওয়ার তখন বিসিসিআইয়ের মাথায়। সৌরভের সঙ্গে রাজনীতির ঘনিষ্ঠতা চিরকালীন। তাঁর সিএবি প্রেসিডেন্ট হওয়া, বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়া সবক্ষেত্রেই বারবার রাজনীতির কথা উঠে এসেছে। যদিও ২২ গজের এই দক্ষ বাঁ হাতি সেসব সমালোচনার ঊর্ধ্বে নিজেকে প্রমাণ করেছেন বারবার।
তবে শনিবারের অনুষ্ঠান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নতুন জল্পনা উস্কে দিলেন সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “যদি কোনও খবর থাকে আর সত্যি কিছু হয় তা হলে তো সকলে জানতেই পারবেন। তবে যদি কখনও রাজনীতিতে আসেন তা হলে মানুষের জন্য ভাল কাজ করবেন।” একইসঙ্গে এদিন ডোনা জানান, অমিত শাহের সঙ্গে শুক্রবারের নৈশভোজে রাজনৈতিক কোনও আলোচনা হয়নি। সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা অমিত শাহেরই সঙ্গী হিসাবেই এসেছেন। একইসঙ্গে ডোনার সংযোজন, ‘দিদি নিঃসন্দেহে খুবই কাছের’।
কলকাতা: শুক্রবারই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই শাহি সফর ঘিরে জোর জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। সেই চর্চার রেশ কাটতে না কাটতেই শনিবার কলকাতায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেল কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম ও সস্ত্রীক মহারাজকে। শুধু এক মঞ্চে থাকাই নয়, ফিরহাদ হাকিমকে দরজা সার্টিফিকেটও দিলেন সৌরভ। রাজনীতিকদের অনেকেরই মত, সৌরভ চিরকাল খুব সচেতনভাবেই রাজনৈতিক আলোকবৃত্তের ধারে কাছে থাকেন। তবে এক্ষেত্রে কোনও একটি রাজনৈতিক দল নয়, বরং বিভিন্ন মতাদর্শের নেতৃত্বের সঙ্গেই তাঁর সুসম্পর্ক। সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে সৌরভের সম্পর্ক সকলেরই জানা। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে সৌরভ যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, ফোনে খবর নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সৌরভের খুবই ভাল সম্পর্ক।
এদিন অনুষ্ঠান মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “উনি (ফিরহাদ) আমাকে ক্লাস ওয়ান থেকে দেখেছেন। আমার বাবার সঙ্গে ওনার ছোটবেলার সম্পর্ক। আমার বাড়ির সঙ্গে ওনার ছোটবেলার সম্পর্ক। ৪০ বছর ধরে ওনাকে চিনি।” এই সৌরভকেই শুক্রবার অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, অমিত শাহের সঙ্গে তাঁর পুরনো পরিচয়। জয় শাহর সঙ্গে ক্রিকেট খেলার সময় থেকে পরিচয়। এখন তাঁরা একইসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড চালান।
সৌরভ গঙ্গোপাধ্যায় সেই ভারতীয় ক্রিকেটার যাঁকে ভারতীয় দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ঝড় উঠেছিল সংসদেও। শরদ পাওয়ার তখন বিসিসিআইয়ের মাথায়। সৌরভের সঙ্গে রাজনীতির ঘনিষ্ঠতা চিরকালীন। তাঁর সিএবি প্রেসিডেন্ট হওয়া, বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়া সবক্ষেত্রেই বারবার রাজনীতির কথা উঠে এসেছে। যদিও ২২ গজের এই দক্ষ বাঁ হাতি সেসব সমালোচনার ঊর্ধ্বে নিজেকে প্রমাণ করেছেন বারবার।
তবে শনিবারের অনুষ্ঠান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নতুন জল্পনা উস্কে দিলেন সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “যদি কোনও খবর থাকে আর সত্যি কিছু হয় তা হলে তো সকলে জানতেই পারবেন। তবে যদি কখনও রাজনীতিতে আসেন তা হলে মানুষের জন্য ভাল কাজ করবেন।” একইসঙ্গে এদিন ডোনা জানান, অমিত শাহের সঙ্গে শুক্রবারের নৈশভোজে রাজনৈতিক কোনও আলোচনা হয়নি। সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা অমিত শাহেরই সঙ্গী হিসাবেই এসেছেন। একইসঙ্গে ডোনার সংযোজন, ‘দিদি নিঃসন্দেহে খুবই কাছের’।