JU Student: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু প্রথম বর্ষের পড়ুয়ার

সুমন মহাপাত্র | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 10, 2023 | 3:44 PM

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সূ্ত্রে জানা গিয়েছে, আহত ওই ছাত্রের নাম স্বপ্নদীপ কুণ্ডু। নদিয়ার বগুলায় বাড়ি তাঁর। উচ্চ মাধ্যমিক পাশ করে বাংলা নিয়ে স্নাতক স্তরে তিনি ভর্তি হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

JU Student: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু প্রথম বর্ষের পড়ুয়ার
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেল।
Image Credit source: facebook

Follow Us

কলকাতা: বিশ্ববিদ্যালয়ের হস্টেলের তিন তলা থেকে পড়ে গুরুতর আহত প্রথম বর্ষের পড়ুয়া। বুধবার রাতে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন স্নাতকের ওই পড়ুয়া। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্য়ু হয়। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ ব্লকের তিন তলা থেকে মাটিতে পড়েন বলে জানা গিয়েছে। তবে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সূ্ত্রে জানা গিয়েছে, আহত ওই ছাত্রের নাম স্বপ্নদীপ কুণ্ডু। নদিয়ার বগুলায় বাড়ি তাঁর। উচ্চ মাধ্যমিক পাশ করে বাংলা নিয়ে স্নাতক স্তরে তিনি ভর্তি হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বুধবারই ছিল তাঁর প্রথম ক্লাস।

বুধবার রাতে হস্টেলের তিন তলা থেকে পড়ে আহত হওয়ার পর স্বপ্নদীপকে নিয়ে যাওয়া হয় নিটকবর্তী বেসরকারি একটি হাসপাতালে। তৎক্ষণাৎ সেখানে ভিড় জমিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পড়ুয়ারা। মূলত হস্টেলের আবাসিকরা গিয়েছিলেন সেখানে। কিন্তু কী করে এই ঘটনা ঘটেছে, তা তাঁরা জানাতে পারেননি।

তবে এই ঘটনা নিয়ে বেশ কিছু প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে। প্রথম বর্ষের ওই ছাত্র কী আত্মহত্যার চেষ্টা করেছেন? না তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে? তিনি ব়্যাগিংয়ের শিকার কি না, সে প্রশ্নও মাথাচাড়া দিচ্ছে।

Next Article