Bangladeshi: অনুপ্রবেশের অভিযোগ, সল্টলেক থেকে গ্রেফতার নাবালিকা-সহ ৫ বাংলাদেশি
Bangladeshi Arrested: সকলকেই আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জেরাতেই জানা গিয়েছে সদ্য এদেশে আসা দুজনের কথা। দুই মহিলা ৬ মাস আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল।

কলকাতা: অনুপ্রবেশ নিয়ে একাধারে সুর চড়িয়েই চলেছে বিজেপি। অন্যদিকে ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে অভিযোগে সুর চড়িয়ে চলেছে তৃণমূল। এরইমধ্যে এবার এক নাবালিকা সহ দুই পুরুষ সহ মোট পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করল সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ।
এদিন সকলকেই সল্টলেকের উদয়ন পল্লী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর মধ্যে দু’জন ৬ মাস আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। বাকিরা ১০ বছর বা ১৫ বছর আগে বাংলাদেশ থেকে প্রথমে নদিয়ায় আসে বলে খবর। তারপর নদিয়া থেকে সল্টলেকের উদয়ন পল্লীতে এসে ভাড়ায় থাকতে শুরু করে।
সকলকেই আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জেরাতেই জানা গিয়েছে সদ্য এদেশে আসা দুজনের কথা। দুই মহিলা ৬ মাস আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল। ধৃতেরা বাংলাদেশের নাগরিক হলেও এপারে ঢুকে ভারতের আধার কার্ড, ভোটার কার্ডও তৈরি করে ফেলে। তাঁদের সেই কাজে কে বা কারা সাহায্য করেছিল, এ দেশে আসার উদ্দেশ্যই বা কী তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের এদিনই বিধাননগর আদালতে তোলা হয়। তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
