Kolkata Airport: বিমানে চিল চিৎকার যাত্রীর, কলকাতায় প্লেনের ভিতর কী ঘটল হঠাৎ?

Kolkata Airport: রবিবার সন্ধ্যা তখন প্রায় ৭টা। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আইএক্স ১১২৯ বিমানটি হায়দরাবাদের উদ্দেশে উড়ান নেওয়ার জন্য প্রস্তুত। বিমানে ১৭৪ জন যাত্রী, ৬ জন কেবিন ক্রু। তাঁদের নিয়ে রানওয়ের দিকে যাচ্ছিল বিমান। ঠিক সেই সময় ২৮এ সিটে বসা এক যাত্রী শশী কুমার হঠাৎই চিৎকার শুরু করেন। এত জোরে চিৎকার করছিলেন সেই আওয়াজ ককপিটে পর্যন্ত পৌঁছে যায়।

Kolkata Airport: বিমানে চিল চিৎকার যাত্রীর, কলকাতায় প্লেনের ভিতর কী ঘটল হঠাৎ?
বিমানে অসুস্থ হয়ে পড়েন যাত্রী।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 08, 2024 | 12:18 PM

কলকাতা: কলকাতা বিমানবন্দরের রানওয়ের দিকে যাচ্ছিল বিমান। হঠাৎই বিমানের ভিতর থেকে সাংঘাতিক চিৎকার, চেঁচামেচি। কার্যত ছোটাছুটি শুরু হয়ে যায় বিমান সেবিকাদের। এমন আর্ত চিৎকার যে বিমানটি উড়ান নেওয়ার বদলে ট্যাক্সিবেতে গিয়ে থামে। রবিবার সন্ধ্যায় তুলকালাম কাণ্ড! হঠাৎ এমন কী ঘটল?

রবিবার সন্ধ্যা তখন প্রায় ৭টা। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আইএক্স ১১২৯ বিমানটি হায়দরাবাদের উদ্দেশে উড়ান নেওয়ার জন্য প্রস্তুত। বিমানে ১৭৪ জন যাত্রী, ৬ জন কেবিন ক্রু। তাঁদের নিয়ে রানওয়ের দিকে যাচ্ছিল বিমান।

ঠিক সেই সময় ২৮এ সিটে বসা এক যাত্রী শশী কুমার হঠাৎই চিৎকার শুরু করেন। এত জোরে চিৎকার করছিলেন সেই আওয়াজ ককপিটে পর্যন্ত পৌঁছে যায়। পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করে বিমানটিকে ট্যাক্সিবেতে ফিরে যাওয়ার জন্য অনুমতি চায়। সেই মতো অনুমতি পাওয়ায় ২৪ নম্বর বে-তে বিমানটিকে নিয়ে যাওয়া হয়।

এরপরই ছুটে আসেন বিমানবন্দরে কর্মরত চিকিৎসকরা। তাঁরা জানান, অত্য়ন্ত উদ্বেগের কারণে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই ব্যক্তি। অস্বাভাবিক আচরণ করতে থাকেন। শশীকে বিমানে তুলে দিতে তাঁর ভাই এসেছিলেন বিমানবন্দরে। তিনিই তাঁকে নিয়ে ভিআইপি রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে যান। এরপর রাত ৮টা ৫০ নাগাদ ১৭৩ জন যাত্রী নিয়ে বিমানটি হায়দরাবাদের উদ্দেশে রওনা দেয়।