Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় পাখির ধাক্কা, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা বিমানের

Ranjit Dhar | Edited By: সঞ্জয় পাইকার

May 13, 2023 | 12:02 AM

Kolkata Airport: এদিন রাঁচি থেকে কলকাতা আসছিল ইন্ডিগোর একটি বিমান। বিমানে ৬৯ জন যাত্রী এবং চারজন কেবিন ক্রু ছিলেন। কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে।

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় পাখির ধাক্কা, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা বিমানের
প্রতীকী ছবি।

Follow Us

কলকাতা: অবতরণের সময় আচমকা পাখির ধাক্কা। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। নির্বিঘ্নেই বিমানটি অরতরণ করান পাইলট। কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, পরে রানওয়েতে একটি মৃত পাখি পাওয়া গিয়েছে। এর আগেও কলকাতা বিমানবন্দরে পাখির সঙ্গে বিমানের ধাক্কার ঘটনা ঘটেছে। কিছুদিন আগেও বিমানের ব্লেডে পাখির ধাক্কা লাগে।

এদিন রাঁচি থেকে কলকাতা আসছিল ইন্ডিগোর একটি বিমান। বিমানে ৬৯ জন যাত্রী এবং চারজন কেবিন ক্রু ছিলেন। কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে। পাইলট বিষয়টি বুঝতে পারেন। তবে বিমান অবতরণে তাঁর কোনও অসুবিধা হয়নি।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, যেহেতু পাখির সঙ্গে ধাক্কা লেগেছে, তাই বিমানটিকে পরীক্ষা করা দরকার। এদিন রাতে বিমানটিকে বেস ফ্লাইট হিসেবে পার্ক করে রাখা হবে। শনিবার সকালে বিমানটিকে পরীক্ষা করে দেখা হবে। পাখির সঙ্গে ধাক্কায় বিমানের কোনও ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করা হবে। যদি কোনও ক্ষতি না হয়, তখনই পরবর্তী উড়ানের অনুমতি দেওয়া হবে।

এর আগে গত ৪ এপ্রিল কলকাতা থেকে মুম্বইগামী একটি বিমানের ব্লেডে পাখির ধাক্কা লেগেছিল। বিমানটি টেক অফ করার আগে পরীক্ষার সময় দেখা যায়, বিমানের ডাক দিকের ব্লেড বেঁকে রয়েছে। মুম্বই থেকে কলকাতা আসার সময় পাখির সঙ্গে ব্লেডের ধাক্কা লেগেছিল বলে অনুমান। তবে কলকাতা বিমানবন্দর থেকে টেক অফের আগে বিষয়টি ধরা পড়ায়, বড় দুর্ঘটনা এড়ানো যায়।

আবার জানুয়ারি মাসে লখনউ থেকে কলকাতাগামী বিমানে পাখির ধাক্কা লেগেছিল। তারপরই পাইলট দ্রুত ATC-র সঙ্গে যোগাযোগ করেন। কোনওরকম ঝুঁকি নেওয়া হয়নি। তড়িঘড়ি বিমানটিকে লখনউতেই অবতরণ করানো হয়। যার জেরে বড় দুর্ঘটনা এড়ানো যায়।

Next Article