Prabir Ghoshal rejoins TMC: একুশের ভোটের আগে ছেড়ে যাওয়া প্রবীর ফিরলেন তৃণমূলে
Prabir Ghoshal rejoins TMC: ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন তিনি। কিন্তু, একুশের বিধানসভা নির্বাচনে আগে একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেন। সেই দলে ছিলেন পেশায় সাংবাদিক প্রবীর ঘোষাল। রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রুদ্রনীল ঘোষের সঙ্গে চার্টার্ড ফ্লাইটে দিল্লি উড়ে গিয়েছিলেন।
কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে একঝাঁক তৃণমূল নেতার সঙ্গে তিনিও উড়ে গিয়েছিলেন দিল্লি। যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর বিজেপির টিকিটে উত্তরপাড়া আসনে প্রার্থী হন। কিন্তু, জিততে পারেননি। প্রায় বছর চারেক পর তৃণমূলে ফিরে এলেন প্রবীর ঘোষাল। সোমবার বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। সঙ্গে ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
২০১৬ সালে বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন তিনি। কিন্তু, একুশের বিধানসভা নির্বাচনে আগে একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেন। সেই দলে ছিলেন পেশায় সাংবাদিক প্রবীর ঘোষাল। রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রুদ্রনীল ঘোষের সঙ্গে চার্টার্ড ফ্লাইটে দিল্লি উড়ে গিয়েছিলেন। যোগ দেন বিজেপিতে।
একুশের নির্বাচনে উত্তরপাড়া আসনেই তাঁকে প্রার্থী করে বিজেপি। কিন্তু, তৃণমূলের কাঞ্চন মল্লিকের কাছে হেরে যান। বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ে তাঁর। একসময় তিনি বলেন, “বিজেপির সঙ্গে আমার মানসিক যোগ নেই।” এমনকি, তৃণমূলের মুখপত্রেও তিনি লেখেন। তাঁর মাতৃবিয়োগের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন বলে জানিয়েছিলেন। কিন্তু, বিজেপির কোনও নেতা তাঁকে ফোন করেননি বলে সরব হন।
ফলে ধীরে ধীরে বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। অবশেষে এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরলেন তিনি। বিধানসভায় মমতার সঙ্গে দেখা করেন। প্রবীর ঘোষালের তৃণমূলে ফেরা নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রবীর ঘোষাল দীর্ঘদিনের সাংবাদিক। বিধায়কও ছিলেন। তাঁকে আবার দলের কাজ করতে বলা হয়েছে। সেই আবেদনে তিনি সাড়া দিয়েছেন।”