৮৭-তে নেমে গিয়েছিল অক্সিজেনের মাত্রা, কিন্তু হাসপাতালে যেতে নারাজ বুদ্ধবাবু

ঋদ্ধীশ দত্ত |

May 19, 2021 | 10:19 PM

বৃহস্পতিবারই এই নিয়ে একটা পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। কেননা তিনি স্থিতিশীল হলেও উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।

৮৭-তে নেমে গিয়েছিল অক্সিজেনের মাত্রা, কিন্তু হাসপাতালে যেতে নারাজ বুদ্ধবাবু
ফাইল ছবি

Follow Us

কলকাতা: দুশ্চিন্তার কোনও কারণ এখনও তৈরি হয়নি ঠিকই। তবে করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকেরা। যে কারণে তাঁকে আগামিকালই হাসপাতালে স্থানান্তরিত চাওয়া হচ্ছে। যদিও বুদ্ধবাবু নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অনড়। কিছুতেই হাসপাতালে যেতে চাইছেন তিনি। তবে বৃহস্পতিবারই এই নিয়ে একটা পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। কেননা তিনি স্থিতিশীল হলেও উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।

সিওপিডি-তে আক্রান্ত বুদ্ধবাবু। তার মধ্যে গতকালই সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন তিনি। তারপরই তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। যদিও বুদ্ধদেব নিজে পাম অ্যাভিনিউর বাড়িতেই রয়েছেন। অক্সিজেন সাপোর্টে তাঁর স্যাচুরেশনের মাত্রা ৯০-৯৬ এর মধ্যে ঘোরাফেরা করছে। আজ একবার যদিও তা নেমে ৮৭-তে পৌঁছে যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই তা পুনরায় স্বাভাবিক হয়। তাই সিপিএম নেতৃত্বের তরফে প্রাণপণ চেষ্টা করা হচ্ছে যাতে বুদ্ধবাবুকে হাসপাতালে ভর্তির জন্য রাজি করানো যায়।

আরও পড়ুন: ‘প্রতিশোধ স্পৃহা’-র কাছে হারবে না তো আইনি লড়াই? আশা-আশঙ্কার দোলাচলে তৃণমূল

এর আগেও যখন বিভিন্ন সময় বুদ্ধবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, তিনি ততবারই নিমরাজি হয়েছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসকেরাও বারংবার বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এখনও ঘরে থাকার বিষয়েই অনড়। উপরন্তু উৎকণ্ঠা বাড়াচ্ছে তাঁর সিওপিডি। তাই দল বা ডাক্তার মহল, কেউ-ই ঝুঁকি নিতে চাইছেন না। পরিবার এবং দলের সূত্রে জানানো হয়েছে, বুদ্ধবাবুর শরীর এখনও স্থিতিশীল। অন্যদিকে, মীরাদেবীর অবস্থাও স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: ‘প্রতিশোধ স্পৃহা’-র কাছে হারবে না তো আইনি লড়াই? আশা-আশঙ্কার দোলাচলে তৃণমূল

Next Article