নজরে বাংলার ৯ জেলা, কোভিড বৈঠকে মোদীর মুখোমুখি হতে পারেন মমতা

ঋদ্ধীশ দত্ত |

May 19, 2021 | 11:03 PM

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে হাজির থাকবেন। এ বাদেও স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যসচিব উপস্থিত থাকবেন। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও হাজির হবেন এই বৈঠকে।

নজরে বাংলার ৯ জেলা, কোভিড বৈঠকে মোদীর মুখোমুখি হতে পারেন মমতা
ফাইল ছবি

Follow Us

কলকাতা: ভিডিয়ো কনফারেন্সে ঠিকই। তবে দীর্ঘ কয়েক মাস পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের এবং রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে আগামিকাল একাধিক জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সংক্রমণের হার উদ্বেগজনক, এমন জেলাগুলিকে বেছে বেছে সেই জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করবেন নমো। নবান্ন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে হাজির থাকবেন। এ বাদেও স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যসচিব উপস্থিত থাকবেন। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও হাজির হবেন এই বৈঠকে।

যদিও এই বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে দু-সপ্তাহ আগে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই বিতর্ক দানা বেঁধেছিল। যেহেতু মুখ্যমন্ত্রীকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি, তাই এই নিয়ে ঘনিষ্ঠ মহলে উষ্মাপ্রকাশ করেন মমতা। প্রশ্ন উঠতে শুরু করে, যে সময় করোনা যুদ্ধে বারবার একজোট হয়ে কেন্দ্র এবং রাজ্যের লড়ার কথা বলা হচ্ছে, সেই সময় রাজ্যকে অন্ধকারে রেখে কেন পৃথকভাবে জেলাশাসকদের নিয়ে বৈঠক করবে কেন্দ্র?

পশ্চিমবঙ্গের পাশাপাশি একাধিক বিজেপি বিরোধী রাজ্য এই বৈঠক নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। একে সাংবিধানিক পরিকাঠামো ভাঙার চেষ্টা বলেও আখ্যা দেওয়া হয়। এহেন পরিস্থিতিতে চাপ বাড়তে থাকে প্রধানমন্ত্রীর দফতরের উপরও। বিতর্কে জল ঢালতে পিমও সূত্রে জানানো হয়, যে রাজ্যের জেলাশাসকদের সঙ্গে মোদী বৈঠক করবেন, সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও সেই বৈঠকে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: ‘প্রতিশোধ স্পৃহা’-র কাছে হারবে না তো আইনি লড়াই? আশা-আশঙ্কার দোলাচলে তৃণমূল

এই সংক্রান্ত প্রথম বৈঠকটি হয় গত ১৮ মে। দ্বিতীয় বৈঠকটি আগামিকাল, অর্থাৎ বৃহস্পতিবার হবে। সংক্রমণের হার উদ্বেগজনক এমন ৫৪ টি জেলার জেলাশাসকদের সঙ্গে নমো বৈঠক করবেন। বৈঠকে যোগ দিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ-সহ মোট ১০ রাজ্যকে। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরল, হরিয়ানা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, ঝাড়খণ্ড, পুদুচেরির নাম রয়েছে এই তালিকায়। পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর ২৪ পরগনা, কলকাতা, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলির জেলাশাসকদের এই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। কেননা এই জেলাগুলির সংক্রমণের হার অত্যন্ত উদ্বেগজনক।

আরও পড়ুন: এক ধাক্কায় দাম কমল অনেকটাই, কৃষকদের জন্য ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ মোদীর

 

 

Next Article