AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fraud Case: শহরের নামজাদা শিল্পপতির বিরুদ্ধে ৩১৭ কোটি জালিয়াতির অভিযোগ, কে তিনি?

Fraud Case: জেসপ-ডানলপ---রাজনীতির পাঠ্যক্রমে এসব শব্দবন্ধে এখন মরচে ধরেছে। ধূলো পড়েছে ফাইলে! কিন্তু আবারও সেই পবন রুইয়া উঠে এলন খবরে! ফের তিনি গোয়েন্দাদের স্ক্যানারে! এবার আরও বড়, ৩১৭ কোটির দুর্নীতি! এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ, শেয়ারমার্কেটে বিনিয়োগের নামে দুর্নীতি!

Fraud Case: শহরের নামজাদা শিল্পপতির বিরুদ্ধে ৩১৭ কোটি জালিয়াতির অভিযোগ, কে তিনি?
কে এই শিল্পপতি?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 13, 2025 | 12:32 PM
Share

শর্মিষ্ঠা চক্রবর্তী: শহরে ৩১৭ কোটি টাকার জালিয়াতি! ভুয়ো ঠিকানা ব্যবহার করে একাধিক সংস্থা খুলে তাতে বিনিয়োগ দুর্নীতির টাকা। তার মধ্যে প্রায় ২০০ কোটি টাকা ক্রিপ্টোকারেন্সিতেও ট্রান্সফার! নেপথ্যে শহরের এক নামজাদা শিল্পপতি, এমনটাই অভিযোগ। সেই তিনিই আবার বহুল পরিচিত মুখও বটে! তদন্তে নেমে চোখ কপালে ওঠার জোগাড় সাইবার ক্রাইমের গোয়েন্দাদের। ভাবছেন তো, শহরের কোন বড় শিল্পপতি! যা জানা যাচ্ছে তা হল পবন রুইয়া! নাম তো সুনা হি হোগা! একটু মনে করে দেখুন, ওই যে জেসপ-ডানলপ…. হ্যাঁ, সেই জেসপ কারখানার মালিক পবন রুইয়া! চলুন, একবার তাঁর ইতিহাসটা ঝালিয়ে নিই বরং। পবন রুইয়া, যাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিল রেল! সালটা ২০১৬! দিল্লির সুন্দরনগরের বাড়ি থেকে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন