কলকাতা: এবার থেকে অনলাইনে হবে মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ। মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে তেমনটাই জানানো হয়েছে। ২০২৫ যে সকল পড়ুয়ারা মাধ্য়মিক দেবে এবার থেকে তাদের ফর্ম ফিলাপ হবে অনলাইনে। আগামী মাসের ২ ডিসেম্বর সকাল এগারোটা থেকে শুরু হবে ফর্মফিলাপ। চলবে ১৮ ডিসেম্বর রাত্রি ১২টা পর্যন্ত। পর্ষদের তরফে একটি ওয়েবসাইট ( www.wbbsedata.com) দেওয়া হয়েছে। সকল মাধ্যমিক পরিক্ষার্থীর তথ্য পর্ষদের ওয়েব সাইটে আপলোড করতে হবে স্কুলগুলিকে।
এর আগে পর্ষদের আঞ্চলিক অফিসে জমা পড়ত পূরণ করা ফর্ম। কিন্তু এবার থেকে তা হবে না। বড়সড় বদল নিয়ে আসা হয়েছে শিক্ষাক্ষেত্রে। এবার থেকে প্রতিটি স্কুলে একদম সরাসরি পর্ষদের দেওয়া ওয়েবসাইটেই সকল তথ্য আপডেট করবে। আপলোডে দেরি হলে কঠোর পদক্ষেপ। বিজ্ঞপ্তি জারি করে হুঁশিয়ারি পর্ষদের। তবে বিশেষ ক্ষেত্রে পর্ষদ অফলাইনে ফর্ম জমা নেবে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। ১৪ ফেব্রুয়ারি ২০২৫ প্রথম ভাষার পরীক্ষা, ১৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ভাষা, ১৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা, ১৮ ফেব্রুয়ারি হবে ভূগোল, ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান, ২২ ফেব্রুয়ারি অঙ্ক ও ২৪ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়