Garden Reach: বাড়ি ভাঙল গার্ডেনরিচে, ফেসবুকে মার্ক সেফ করছেন বর্ধমানের ‘ড্যাজলিং প্রিয়া’ থেকে পাঁশকুড়ার ‘স্টাইলো রাজু’-রা

Mar 21, 2024 | 2:04 PM

Facebook: বাড়ি ভেঙে পড়ার পর খবর প্রকাশ্যে এসেছিল সোমবার। ঠিক বিকেল থেকে দেখা গেল সোশ্যাল মিডিয়ার অনেকেই নিজেরা সুরক্ষিত আছেন বলে জানাচ্ছেন। হয়ত তাঁদের কারোর বাড়ি বর্ধমানে, কেউ বা থাকেন সুদুর শিলিগুড়িতে, কেউ আবার হওড়ার বাসিন্দা।

Garden Reach: বাড়ি ভাঙল গার্ডেনরিচে, ফেসবুকে মার্ক সেফ করছেন বর্ধমানের ড্যাজলিং প্রিয়া থেকে পাঁশকুড়ার স্টাইলো রাজু-রা
সোশ্যাল মিডিয়ায় ট্রোল
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: কলকাতার গার্ডেনরিচের দুর্ঘটনার কথা কারোর অজানা নয়। মধ্যরাতে ঝুপড়ির উপরে ভেঙে পড়েছিল বহুতল। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা নয়। যা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। অভিযোগ উঠেছে বেআইনি নির্মাণের। এই সবের মধ্যেই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু ‘মার্ক সেফ’ করার হিড়িক। শুধু কলকাতা নয়, হাওড়া-হুগলি-বর্ধমান-শিলিগুড়ি থেকে শুরু বিভিন্ন জেলায় বসবাসকারী মানুষজন নিজেরা সুরক্ষিত তা জানান দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। আর এই নিয়েই উঠছে হাসির রোল।

বাড়ি ভেঙে পড়ার পর খবর প্রকাশ্যে এসেছিল সোমবার। ঠিক বিকেল থেকে দেখা গেল সোশ্যাল মিডিয়ার অনেকেই নিজেরা সুরক্ষিত আছেন বলে জানাচ্ছেন। হয়ত তাঁদের কারোর বাড়ি বর্ধমানে, কেউ বা থাকেন সুদুর শিলিগুড়িতে, কেউ আবার হওড়ার বাসিন্দা। কিন্তু তাঁরাও নিজেদের ‘মার্ক সেফ’ আর এই ট্রেন্ডিংয়ের মধ্যেই একদল নেটাগরিক আবার বিষয়টি নিয়ে ‘ট্রোল’ করা শুরু করেছেন। কেউ বলছেন, ‘ভাই বাড়ি ভেঙেছে কলকাতায়, বর্ধমানে থেকে তোরা কেন মার্ক সেফ করছিস?’ কেউ-কেউ তো আবার মিমও বানিয়ে পোস্ট করছেন।

বস্তুত,গার্ডেনরিচে নির্মীয়মান বাড়ি ভেঙে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একাধিকজন। ঘটনায় একের পর এক বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। বেআইনি নির্মাণের পিছনে কাউন্সিলরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকী এই ঘটনার পর ক্ষুব্ধ হয়েছে খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Next Article