Fraud Case: ব্যাঙ্কে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২

Ranjit Dhar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 21, 2024 | 2:06 PM

Fraud Case: অভিযোগকারিনীর বক্তহ্য, বিভিন্ন কৌশলে ২ লক্ষ ৬২ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে চাকরি না পেয়ে সাইবার শাখার দ্বারস্থ হন। তাঁর সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তকারী অফিসাররা তদন্তে নেমে অভিষেক কুমার রামকে গ্রেফতার করে।

Fraud Case: ব্যাঙ্কে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২
প্রতারণার অভিযোগে গ্রেফতার ২
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ব্যাঙ্কে চাকরি দেওয়ার অভিযোগে আসানসোল থেকে গ্রেফতার ২। বৃহস্পতিবার তাঁদের বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়। ২০২৩ ডিসেম্বর মাসের ২৩ তারিখে সুপর্ণা সাহা লিখিত অভিযোগ দায়ের করেন বিধাননগর সাইবার শাখায়। তাঁর অভিযোগ, অজ্ঞাত নম্বর থেকে তাঁর ফোনে একটি কল আসে তাঁর কাছে। সেখানে নিজেকে ব্যাঙ্কের প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়ে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়।

অভিযোগকারিনীর বক্তহ্য, বিভিন্ন কৌশলে ২ লক্ষ ৬২ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। পরবর্তী সময়ে চাকরি না পেয়ে সাইবার শাখার দ্বারস্থ হন। তাঁর সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তকারী অফিসাররা তদন্তে নেমে অভিষেক কুমার রামকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বুধবার আসানসোল থেকে বিশাল বাউড়ি, রাহুল যাদবকে গ্রেফতার করে।

মূলত বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন কৌশলে তাঁদের কাছ থেকে নথি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য নিয়ে নেওয়া হত। পরবর্তী সময়ে উক্ত ব্যক্তিদের কমিশন হিসাবে কিছু টাকাও দিত। এমনটাই জিজ্ঞাসাবাদ সূত্রে জানতে পেরেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৪১৯, ৪২০, ৪০৬ ও ১২০ বি ধারায় মামলার রুজু করে ধৃতদের বিধান নগর আদালতে পেশ করা করা হয়। নিজেদের হেফাজতে নেওয়ারও আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে মারফত খবর।

Next Article