AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Ganga Aarti : পুলিশের চোখে ‘ধুলো’ দিয়ে গঙ্গা আরতি, প্রিজনভ্যানে সুকান্ত

BJP Ganga Aarti : এদিকে গঙ্গা আরতি শেষে সুকান্ত যখন ফেরার পথ ধরেছিলেন তখন পুলিশ তাঁদের প্রিজন ভ্যানে করে বেশ কিছু বিজেপি সমর্থককে লালবাজারে নিয়ে যাওয়ার তোড়জোড় করছিল। দেখা মাত্রই সেই প্রিজন ভ্যানের সামনে দলবল নিয়ে বসে পড়েন সুকান্ত।

BJP Ganga Aarti : পুলিশের চোখে ‘ধুলো’ দিয়ে গঙ্গা আরতি, প্রিজনভ্যানে সুকান্ত
পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি
| Edited By: | Updated on: Jan 10, 2023 | 7:00 PM
Share

কলকাতা : “এতদিন পর্যন্ত বালিঘাট, কয়লা খাদান, পাথর খাদানের দখলদারি ছিল। এখন মা গঙ্গাকেই দখল করে নিল তৃণমূল।” বাবুঘাটের কাছে বাজে কদমতলা ঘাটে গঙ্গা আরতিতে পুলিশের অনুমতি না পাওয়ার পরেই এ ভাষাতে তোপ দাগতে দেখা গিয়েছিল বিজেপি (BJP) নেতা শমীক ভট্টাচার্য। অনুমতি না মিললেও একই জায়গায় আরতির আয়োজন করা হবে বলে পদ্ম শিবিরের তরফে জানানো হয়েছিল। যা নিয়ে বাড়ছিল চাপানউতর। অবশেষে মঙ্গলবার দুপুর থেকে বাবুঘাটের কাছে পদ্ম সমর্থকদের ভিড় বাড়তেই তাঁদের সরিয়ে দেয় পুলিশ। দুপক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়। গ্রেফতার করা হয় বিজেপি নেতা সজল ঘোষ, গোপাল সরকারদের। শেষ পর্যন্ত ওই ঘাট থেকে একটু দূরে গঙ্গা আরতি করতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar)। অনুমতি না থাকলেও পুলিশের চোখে ‘ধুলো’ দিয়ে অন্য ঘাটে এই গঙ্গা আরতির (Ganga Arati) আয়োজন করা হল। “আমরা বোঝাতে চাই পুলিশ যদি ডালে ডালে চলে তবে আমরা পাতায় পাতায় চলি।” গঙ্গা আরতি শেষে প্রতিক্রিয়া সুকান্তর। একইসঙ্গে তাঁর অভিযোগ, হিন্দুদের যে কোনও কর্মসূচিতেই বাধা দিচ্ছে পুলিশ। তাঁর কথায় উঠে আসে দুর্গাপুজো-সরস্বতী পুজোর প্রসঙ্গ। 

পুলিশের বক্তব্য ছিল, গঙ্গাসাগর মেলার জন্য ইতিমধ্যেই বহু পুন্যার্থী বাবুঘাটে ভিড় জমাতে শুরু করেছেন। এমন অবস্থায় বিজেপির কর্মসূচি আয়োজিত হলে, যানজট তৈরি হবে এবং পুন্যার্থীদের সমস্যায় পড়তে হবে। পাশাপাশি জি-২০ বৈঠকও চলছে কলকাতায়। এই সমস্ত কারণেই মেলেনি অনুমতি। এসব পুলিশের ‘অজুহাত’, কটাক্ষ সুকান্ত মজুমদারের। তাঁর পাল্টা প্রশ্ন, “গঙ্গা আরতি করলে কী করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে? যাঁরা গঙ্গা সাগরে যাওয়ার জন্য এসেছেন তাঁরা গঙ্গার পুজো করেন। আমরাও করছি। আমাদের দেখে তাঁরা তো আর রেগে যাবেন না। পুলিশ বাধা দিতে চাইছে তাই বাধা দিচ্ছে। তবে সেই বাধা আমরা অতিক্রম করতে পেরেছি।”  তবে এদিনের কর্মসূচির জন্য সেনার অনুমতি রয়েছে বলে আগে দাবি করেছিল বিজেপি। 

এদিন সুকান্ত আরও বলেন, “আমাদের বাধা দেওয়ার জন্য সবরকম চেষ্টা করেছিল পুলিশ-প্রশাসন। কিন্তু, আমরা প্রতিজ্ঞা করেছিলাম এই অত্যাচারী পুলিশের বিরুদ্ধে প্রতীকী গঙ্গা আরতি আমরা করবই। আমাদের বহু নেতা-কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। শেষ পর্যন্ত আমরা আজকে সেই গঙ্গা আরতি করলাম। পুলিশকে আমরা বোঝাতে চাই পুলিশ যদি ডালে ডালে চলে তবে আমরা পাতায় পাতায় চলি। পুলিশ পঞ্চায়েত নির্বাচনেও ডালে ডালে পাতায় পাতায় ধাপ্পা খাবে। তবে বিজেপির কর্মসূচি নয়, হিন্দুদের যে কোনও কর্মসূচি হলেই বাধা দেওয়া হবে। আগামী দুর্গাপুজোয় কী হয় দেখুন না। সরস্বতী পুজোয় কী হয় দেখুন।” এদিকে গঙ্গা আরতি শেষে সুকান্ত যখন ফেরার পথ ধরেছিলেন তখন পুলিশ তাঁদের প্রিজন ভ্যানে করে বেশ কিছু বিজেপি সমর্থককে লালবাজারে নিয়ে যাওয়ার তোড়জোড় করছিল। দেখা মাত্রই সেই প্রিজন ভ্যানের সামনে দলবল নিয়ে বসে পড়েন সুকান্ত। ফলে আটক করা বহু বিজেপি সমর্থককেই এখনও পর্যন্ত লালবাজারে নিয়ে যেতে পারেনি পুলিশ। শেষ পর্যন্ত সুকান্ত সহ বহু নেতা কর্মীদের প্রিজনভ্যানে তোলে পুলিশ।