Christmas Eco Park: বড়দিনে ফেস্টিভ মুডে তিলোত্তমা, রেকর্ড ভিড় ইকোপার্কে

Soumya Saha |

Dec 25, 2022 | 9:48 PM

Eco Park: রবিবার বড়দিনে ৯১ হাজার পর্যটক ইকোপার্ক ঘুরতে এসেছিলেন। দিনের শেষে এমনই জানাচ্ছে ইকোপার্ক কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, এটাই নাকি রেকর্ড ভিড় ইকোপার্কে।

1 / 6
বড়দিনে উৎসবের আনন্দে সামিল গোটা শহর। উৎসবমুখর তিলোত্তমা। উপচে পড়া ভিড় দেখা গিয়েছে ইকোপার্কে।

বড়দিনে উৎসবের আনন্দে সামিল গোটা শহর। উৎসবমুখর তিলোত্তমা। উপচে পড়া ভিড় দেখা গিয়েছে ইকোপার্কে।

2 / 6
রবিবার বড়দিনে ৯১ হাজার পর্যটক ইকোপার্ক ঘুরতে এসেছিলেন। দিনের শেষে এমনই জানাচ্ছে ইকোপার্ক কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, এটাই নাকি রেকর্ড ভিড় ইকোপার্কে।

রবিবার বড়দিনে ৯১ হাজার পর্যটক ইকোপার্ক ঘুরতে এসেছিলেন। দিনের শেষে এমনই জানাচ্ছে ইকোপার্ক কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, এটাই নাকি রেকর্ড ভিড় ইকোপার্কে।

3 / 6
বেলা যত এগিয়েছে, ততই জনজোয়ারের রূপ নিয়েছে ইকোপার্ক। তিলোত্তমার এই ফেস্টিভ মুডে শুধু কলকাতাবাসীই নন, সামিল হয়েছেন বাংলাদেশের পর্যটকরাও।

বেলা যত এগিয়েছে, ততই জনজোয়ারের রূপ নিয়েছে ইকোপার্ক। তিলোত্তমার এই ফেস্টিভ মুডে শুধু কলকাতাবাসীই নন, সামিল হয়েছেন বাংলাদেশের পর্যটকরাও।

4 / 6
বড়দিনের ফেস্টিভ মুডে তরুণ-তরুণীদের ভিড় ইকোপার্কে। খাওয়া দাওয়া, দেদার আড্ডা, সঙ্গে সেল্ফি তোলার হিড়িক।

বড়দিনের ফেস্টিভ মুডে তরুণ-তরুণীদের ভিড় ইকোপার্কে। খাওয়া দাওয়া, দেদার আড্ডা, সঙ্গে সেল্ফি তোলার হিড়িক।

5 / 6
কলকাতা ও আশপাশের শহরতলির বহু মানুষ এসে এদিন ভিড় জমিয়েছিলেন ইকোপার্কে। কেউ এসেছেন স্রেফ উৎসবের আনন্দে গা ভাসাতে, আবার কেউ এসেছেন পরিবার-বন্ধুবান্ধবদের নিয়ে চড়ুইভাতি করতে।

কলকাতা ও আশপাশের শহরতলির বহু মানুষ এসে এদিন ভিড় জমিয়েছিলেন ইকোপার্কে। কেউ এসেছেন স্রেফ উৎসবের আনন্দে গা ভাসাতে, আবার কেউ এসেছেন পরিবার-বন্ধুবান্ধবদের নিয়ে চড়ুইভাতি করতে।

6 / 6
শুধু ইকোপার্কেই নয়, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর সর্বত্রই পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

শুধু ইকোপার্কেই নয়, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বর সর্বত্রই পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Next Photo Gallery