Gold Seized : কারও অন্তর্বাসে, কারও জুতোর সোলে, কলকাতা বিমানবন্দরে বাজেয়াপ্ত কোটি টাকার সোনা

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Jul 30, 2022 | 9:59 PM

Gold Seized : গত কয়েকমাসে কলকাতা বিমানবন্দরে বেশ কয়েকবার সোনা বাজেয়াপ্তের ঘটনা ঘটেছে।

Gold Seized : কারও অন্তর্বাসে, কারও জুতোর সোলে, কলকাতা বিমানবন্দরে বাজেয়াপ্ত কোটি টাকার সোনা
জুতোর সোল, অন্তর্বাসে লুকানো ছিল সোনা

Follow Us

কলকাতা : সোনা পাচারের অভিনব পদ্ধতির কথা প্রায়ই শোনা যায়। শুল্ক দফতরের নজর এড়িয়ে সোনা পাচারের জন্য নানা ফন্দি আঁটে পাচারকারীরা। কলকাতা বিমানবন্দরে বিভিন্ন সময় সময় ধরা পড়ে পাচারকারীরা। সামনে আসে পাচারের নানা ছক। তেমনই ফন্দি এঁটেও শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে ধরা পড়লেন কয়েকজন। একাধিক যাত্রীর কাছ থেকে বাজেয়াপ্ত (Gold Seized) করা হল প্রায় কোটি টাকার সোনা। কারও অন্তর্বাস, কারও জুতোর সোল থেকে পাওয়া গেল সোনার পেস্ট।

শুক্রবার রাতে বিদেশ থেকে আসা দুটি বিমানের একাধিক যাত্রীর কাছ থেকে সোনা উদ্ধার করে শুল্ক দফতর। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, চার বিমানযাত্রীকে দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। তারপরই তাঁদের অন্তর্বাস থেকে পেস্ট আকারে প্রায় এক কেজি ওজনের সোনা উদ্ধার হয়। বিদেশ থেকে কলকাতায় আসা ওই যাত্রীরা অন্তর্বাসের ইলাস্টিকের সঙ্গে সোনার পেস্ট সেলাই করে নিয়েছিলেন। ধৃতদের কাছ থেকে মোট ৯৬৪ গ্রাম সোনা উদ্ধার হয়। যার বাজারদর ৫০ লক্ষ ১৫ হাজার টাকা।

এই ঘটনার কিছুক্ষণ পর আরও দুই বিমানযাত্রীর কাছ থেকে ৫৩৯ গ্রাম ওজনের ২৪ ক্যারাটের সোনার পেস্ট উদ্ধার হয়। জুতোর সোলের মধ্যে পেস্ট আকারে ওই সোনা লুকিয়ে রাখা ছিল। এছাড়া ২২৮ গ্রাম প্ল্যাটিনাম ও অন্যান্য মূল্যবান ধাতু দিয়ে তৈরি চেন উদ্ধার হয়। সবমিলিয়ে উদ্ধার হওয়া গয়নার মূল্য ৪০ লক্ষ টাকা। সবমিলিয়ে প্রায় এক কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করে শুল্ক দফতর।

গত কয়েকমাসে কলকাতা বিমানবন্দরে বেশ কয়েকবার সোনা বাজেয়াপ্তের ঘটনা ঘটেছে। বিদেশ থেকে সাধারণত ওই সোনা দেশে আনা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অনেক দেশে সোনার দাম ভারতের থেকে কম। তাই ওইসব দেশ থেকে সোনা কিনে ভারতে পাচার করা হয়।

Next Article