Governor C.V Anand Bose: ‘গুন্ডা ও দুর্বৃত্তদের লৌহকঠিন হাতে দমন করা হবে’, কড়া বার্তা রাজ্যপালের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 02, 2023 | 11:22 PM

শিলিগুড়ি থেকেই দুষ্কৃতীদের কড়া হাতে দমন করার বার্তা দিলেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস।

Governor C.V Anand Bose: গুন্ডা ও দুর্বৃত্তদের লৌহকঠিন হাতে দমন করা হবে, কড়া বার্তা রাজ্যপালের
রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

Follow Us

কলকাতা: হাওড়ার পর এবার হুগলির রিষড়ায় উত্তেজনার ঘটনায় কড়া বার্তা দিলেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস (C.V Anand Bose)। রবিবার শিলিগুড়ি থেকেই দুষ্কৃতীদের কড়া হাতে দমন করার বার্তা দিলেন তিনি। গণতন্ত্রকে বিপথে চালনা করা যাবে না বলেও বার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ করেছে রাজ্য সরকার।

বর্তমানে শিলিগুড়িতে রয়েছেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস। সেখান থেকেই হুগলির রিষড়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কড়া বার্তা দেন তিনি। ভিডিয়ো বার্তায় তিনি বলেন, “কেউ যদি ভাবেন, মানুষকে বোকা বানাতে হিংসার আশ্রয় নেবেন, তা হলে তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। এমন শাস্তি দেওয়া হবে যে, দুষ্কৃতীরা তাদের জন্মদিনকে অভিশাপ দেবে! আগুন নিয়ে খেলার পরিণাম শীঘ্রই টের পাবেন আইনভঙ্গকারীরা।” গণতন্ত্রকে রক্ষা করতে রাজ্য পদক্ষেপ করবে জানিয়ে রাজ্যপাল আরও বলেন, “গুন্ডা এবং দুর্বৃত্তদের লৌহকঠিন হাতে দমন করা হবে। গণতন্ত্রকে বিপথে চালিত করা যাবে না।”

অন্যদিকে, হাওড়ার মতো এদিনও রিষড়ার অশান্তির ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। চিঠিতে তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে এদিন ফোন করেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস।  প্রশাসন কড়া ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন তিনি।

Next Article