Abhishek Banerjee: দিল্লি সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, খাড়্গের বৈঠকে কি যোগ দেবেন?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 02, 2023 | 11:25 PM

মল্লিকার্জুন খাড়্গের ডাকা বিরোধীদের বৈঠকে অভিষেক যোগ দেবেন নাকি বয়কট করবেন, সেটাই দেখার!

Abhishek Banerjee: দিল্লি সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, খাড়্গের বৈঠকে কি যোগ দেবেন?
ফাইল ছবি

Follow Us

কলকাতা: দিল্লি সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যার বিমানেই দিল্লি (Delhi) রওনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)। ইতিমধ্যে তিনি রাজধানী পৌঁছেও গিয়েছেন। যদিও ঠিক কী কারণে তাঁর এই দিল্লি সফর, তা এখনও স্পষ্ট নয়। এদিন বিমানবন্দরে সাংবাদিকেরা তাঁরে প্রশ্ন করলে আজ কিছু বলবেন না বলে এড়িয়ে যান অভিষেক। তবে সোমবার সংসদ ভবনে ডায়মন্ড হারবারের সাংসদ উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। সেখানে আগামিকাল কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) ডাকা বিরোধীদের বৈঠকে যোগ দেবেন নাকি গতবারের মতো এবারেও বিরোধীদের বৈঠক বয়কট করবেন, সেটই এখন দেখার!

তৃণমূল জানা গিয়েছে, তিনদিনের সফরে এদিন দিল্লি যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনদিনের সফর সেরে আগামী ৫ এপ্রিল কলকাতায় ফিরে আসবেন তিনি। মূলত, সংসদের অধিবেশনে যোগ দিতেই দিল্লি যাচ্ছেন তিনি। আগামিকাল সকালে দলীয় সাংসদদের সঙ্গেও অভিষেক বৈঠকে বসবেন বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর জাতীয় রাজনীতিতে বদলেছে অনেক সমীকরণ। সেই আবহে অভিষেকের সংসদীয় অধিবেশনে যোগ দিতে দিল্লি-যাত্রা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে এর বাইরে দিল্লিতে অভিষেকের আর কী কর্মসূচি রয়েছে, তা এখনও তৃণমূলের তরফে স্পষ্ট করা হয়নি।

এদিকে, রাহুল গান্ধী ইস্যুতে প্রতিবাদ জোরদার করতে আগামিকাল সকাল ১০ টা নাগাদ বিরোধীদের বৈঠক ডেকেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। সংসদ ভবনে নিজের দফতরেই বৈঠক ডেকেছেন তিনি। এবার সেই খাড়্গের বৈঠকে অভিষেক যোগ দেবেন কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, এর আগে দিল্লির তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারির পর সেই ঘটনা, আদানি, সহ বিভিন্ন ইস্যুতেও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে বিরোধীদের নিয়ে বৈঠক করেছিলেন মল্লিকার্জুন খাড়্গে। আপ সুপ্রিমো কেজরীবাল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু, সেই বৈঠক বয়কট করে তৃণমূল। কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল যে একলা চলো নীতি নিয়েছে, সেটাই স্পষ্ট হয়। তবে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের ঘটনায় সরব হয়েছে তৃণমূলও। ফলে এবার কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল যোগ দেয় কি না, সেটাই দেখার।

Next Article