কলকাতা: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে রাজ্যপালের যতই সংঘাত হোক, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে অবিচল রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ১০ উপাচার্যকে নিয়ে বৈঠকে একাধিক কমিটি গঠন করলেন রাজ্যপাল তথা আচার্য। বিভিন্ন ক্ষেত্রে সব বিশ্ববিদ্যালয় একযোগে কাজ করতে পারবে, এমন কোনও কমিটি এতদিন পর্যন্ত ছিল না। এবার পাঁচটি কমিটি ও একটি সমন্বয় কেন্দ্র তৈরি করে দিলেন রাজ্যপাল। বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ১০ উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানেই কমিটি গঠন নিয়ে আলোচনা হয়েছে।
শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে যখন জেরবার রাজ্য সরকার, তখন সেই দুর্নীতি দমনের জন্য কমিটি তৈরি করলেন রাজ্যপাল। কোনও বিশ্ববিদ্যালয়ে কোনও দুর্নীতির অভিযোগ উঠলে সেটা খতিয়ে দেখবে এই ‘অ্যান্টি কোরাপশন কমিটি’। এছাড়া থাকছে, ‘গ্লোবাল আউটরিচ কমিটি’, যে কমিটির সদস্যরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করবে, বাড়বে আদান-প্রদান। থাকছে ‘অ্যাকাডেমিক এক্সিলেন্স কমিটি’, যাদের মূল আলোচ্য বিষয় হবে বিশ্ববিদ্যালয়গুলির গবেষণামূলক কাজ।
রাজ্যপালের তৈরি করা ‘ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট কমিটি’ মূলত অধ্যাপকদের বিভিন্ন ওয়ার্কশপ বা সেমিনারের বিষয়গুলি দেখবে। আর শিল্পের সঙ্গে শিক্ষার সংযোগ তৈরি করতে তৈরি করা হয়েছে ‘ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া পার্টনারশিপ কমিটি’। আর রাজ্যের সব বিশ্ববিদ্যালয়গুলি বিভিন্ন ক্ষেত্রে যাত্রে একত্রে কাজ করতে পারে, তার জন্য তৈরি করা হয়েছে। ‘ইউনিভার্সিটি কো-অর্ডিনেশন সেন্টার’ বা বিশ্ববিদ্যালয় সমন্বয় কমিটি।
বুধবার আচার্যের ডাকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন ১০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাঁরাও জানিয়েছেন, পড়ুয়াদের স্বার্থে কাজ করার ক্ষেত্রে জোর দিচ্ছেন আচার্য। সে বিষয়েই বৈঠক হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাতের পাশাপাশি, মুখ্যমন্ত্রীকে আচার্য করতেও উদ্যোগী শাসক দল। রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভও দেখানো হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে।