কলকাতা: অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা। তা নিয়ে গোটা দেশে উৎসবের মেজাজ। আর সেই আনন্দ উৎসবে সামিল বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসও। সোমবার সকালে কলকাতায় সেন্ট্রাল এভিনিউয়ের কাছে একটি রাম মন্দিরে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল বোস। সেখানে ভক্তিভরে আরতি করেন তিনি। মন্দিরে ভগবান রামের উদ্দেশে এক জোড়া রুপোর পাদুকাও অর্পণ করেন বাংলার সাংবিধানিক প্রধান।
উল্লেখ্য, রাম যখন বনবাসে গিয়েছিলেন, তখন ভরত রামের পাদুকা সিংহাসনে বসিয়ে রাজ্য-পাট চালিয়েছিলেন। সেই কথা স্মরণে রেখেই এদিন রাজ্যপাল বোস সেন্ট্রাল এভিনিউয়ের রাম মন্দিরে এক জোড়া রুপোর পাদুকা অর্পণ করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ‘ভগবান রাম হলেন এমন এক সেনশেসন, যা প্রত্যেক মানুষের রক্তের মধ্যে অনুভূত হয়। প্রত্যেকের হৃদয়ের স্পন্দনে অনুভূত হয়।’
শুধু তাই নয়, অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এদিন আরও একগুচ্ছ পদক্ষেপ করেন বাংলার রাজ্যপাল বোস। এই প্রথম দেশের কোনও রাজ্যে রাজ্যপালের হাত ধরে ‘রামায়ণ যাত্রা’ শুরু হল। রাজ্যপাল বোস ফ্ল্যাগ অফ করলেন ‘রাম রথের’, যা ভগবান রামের সঙ্গে সম্পর্কিত বাংলার বিভিন্ন প্রান্তের ১৪টি পবিত্র স্থান প্রদক্ষিণ করবে।
রাজ্যপাল বোসের চালু করা রামায়ণ যাত্রার প্রস্তাবিত রুটে অযোধ্যায় রাম মন্দিরও রয়েছে। বিভিন্ন জায়গা ঘুরে এই রামায়ণ যাত্রার থামবে কেরলের জটায়ু পাড়ায় রাম মন্দিরে।
প্রসঙ্গত, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজে এদিন রামায়ণ রিসার্চ প্রজেক্টও চালু করা হয়েছে। বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হয়েছে একটি রিসার্চ টিম, যাঁরা ভগবান রামের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জায়গায় ঘুরবেন। বিভিন্ন দেশে সমাবেশ করবেন তাঁরা।