অযোধ্যায় রামলালা এসে গিয়েছে। নতুন মন্দিরে আজই তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। রামের আগমনের মহোৎসবে গোটা দেশে আজ রামপ্রবাহ। সন্ধ্যা হতেই দিকে দিকে আলোকমালার উদ্ভাস, ঠিক যেন দীপাবলি।
সন্ধ্যা হতেই জায়গায় জায়গায় জ্বলে উঠেছে প্রদীপ। বিভিন্ন গঙ্গার ঘাট থেকে মন্দির, বাড়ি থেকে স্থানীয় মাঠ, সর্বত্রই শুধুই আলোর দীপ্তি।
বাংলাও সেজেছে আলোকমালায়। কলকাতা থেকে বাঁকুড়া, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই প্রদীপ জ্বালিয়ে রামলালার প্রাণপ্রতিষ্ঠা দিবসকে উদযাপন করা হয়েছে।
দার্জিলিংয়ে মহাকাল মন্দিরে ৫১ হাজার প্রদীপ জ্বালানো হয়েছে। শিলিগুড়ির মহানন্দার ঘাটেও জ্বালানো হয়েছে লক্ষ প্রদীপ।
বাঁকুড়ার খাতড়ায় ১০ হাজার প্রদীপ জ্বালানো হয়। বাঁকুড়া শহরের লালবাজার এলাকাও সাজানো হয় অসংখ্য প্রদীপে।
কলকাতায় আশুতোষ মুখার্জি রোডেও দেখা গিয়েছে সেই ছবি। শিয়ালদহে লেবুতলা পার্কের কাছেও জ্বালানো হয়েছে প্রদীপ।
অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বালুরঘাট শহরের আত্রেয়ী নদীর কল্যাণীঘাট এলাকায় লক্ষ প্রদীপ প্রজ্বলন করা হয়।
অন্যদিকে হুগলির চাঁপদানির ইন্দিরাঘাটে প্রায় ১১ হাজার প্রদীপ জ্বালানো হয়।