এই সমুদ্রে আপনি চাইলেও ডুবতে পারবেন না, হাঁটা যায় জলের উপর; কারণও অবাক করা
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Jan 23, 2024 | 10:30 AM
Dead Sea: এমন একটি সাগর রয়েছে, যাতে পড়ে গেলেও মানুষ ডোবে না। এতদিন শুনেছিলেন, মৃত মানুষ জলে ভাসে। কিন্তু এমনটা নয়, পৃথিবীতে এমনও এক সাগর রয়েছে, যাতে আপনি ভেসে থাকতে পারবেন। এতে শুয়ে পড়লেও আপনি ডুববেন না।
1 / 8
সাঁতার জানেন না? তাতে কী হয়েছে, আপনি মাঝ সমুদ্রে গিয়ে জলে ভেসে ভেসেই খরবের কাগজ পড়া থেকে শুরু করে খাবার খাওয়া সবই করতে পারবেন। ভাবছেন তো, জাহাজে করে? একেবারেই তা নয়।
2 / 8
এমন একটি সাগর রয়েছে, যাতে পড়ে গেলেও মানুষ ডোবে না। এতদিন শুনেছিলেন, মৃত মানুষ জলে ভাসে। কিন্তু এমনটা নয়, পৃথিবীতে এমনও এক সাগর রয়েছে, যাতে আপনি ভেসে থাকতে পারবেন।
3 / 8
তার জন্য সাঁতার কাটার প্রয়োজন নেই। জর্ডান ও ইসরায়েলের মধ্যে অবস্থিত এই সাগরকে মানুষ মৃত সাগর (Dead Sea) বলেই জানে। ভুলবশত যদি এই সাগরে আপনি পড়েও যান, তাও ডুববেন না, বরং আপনার শরীর জলে ভাসবে।
4 / 8
আসলে সাগরের জল সাধারনত লবণাক্ত, কিন্তু এই মৃত সাগরের জল এতই নোনতা যে এতে কোনও জীবই বাঁচতে পারে না। এই সাগরে একটি মাছও যদি আপনি রাখেন, তাহলে সঙ্গে সঙ্গে সেটি জলের মধ্যেই মরে যাবে।
5 / 8
বিজ্ঞানীদের মতে, ব্রোমাইড, জিঙ্ক, সালফার, পটাশ, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মতো খনিজগুলি মৃত সাগরের জলে পাওয়া যায়, যার কারণে এটি বেশ লবণাক্ত হয়ে যায়।
6 / 8
কিন্তু আপনার মনে নিশ্চয়ই এতক্ষণে এই প্রশ্ন এসেই গিয়েছে যে, লবণাক্ত হওয়ার সঙ্গে ভেসে থাকার কী সম্পর্ক? আসলে এর কারণটি আলাদা এবং আকর্ষণীয়। প্রকৃতপক্ষে মৃত সাগর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1388 ফুট নিচে। এটি পৃথিবীর সর্বনিম্ন বিন্দু হিসাবে বিবেচিত হয়।
7 / 8
এই কারণে এর ঘনত্ব এত বেশি হয়ে যায় যে, এই সাগরে জলের প্রবাহ নিচ থেকে ওপরে হয়। আর সেই কারণেই যখন কোনও ব্যক্তি জলের ভিতরে যাওয়ার চেষ্টা করে, সে জলের উপরিভাগে ভাসতে শুরু করে।
8 / 8
অর্থাৎ বুঝতেই পারছেন, এতে শুয়ে পড়লেও আপনি ডুববেন না। মৃত সাগরের জলে 50 শতাংশ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড 30 শতাংশ, ক্যালসিয়াম ক্লোরাইড 14 শতাংশ এবং পটাশিয়াম ক্লোরাইড 4 শতাংশ আছে।