কর্নাটকের ভাস্কর অরুণ যোগীরাজের নির্মিত রামের বিগ্রহটি প্রতিষ্ঠিত হয়েছে অযোধ্যার রাম মন্দিরে। সোনা ও হীরের গয়নায় সাজানো হয়েছে বিগ্রহটি।
পরনে হলুদ ধুতি, মাথায় হীরের মুকুট, কানে সোনার পাশা, গলায় সোনার নেকলেস এবং কপালে তিলক দিয়ে সুসজ্জিত করা হয়েছে রামলালাকে।
সোনা ও হীরের গয়নার পাশাপাশি রামের বিগ্রহের হাতের তির-ধনুকটিও সোনায় মোড়া।
আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে রামলালার পায়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রামলালাকে আরতি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর আরতি-দীপ প্রজ্জ্বলন করে এদিন দীপাবলি উৎসবের সূচনা করেন প্রধানমন্ত্রী।
প্রাণ প্রতিষ্ঠার পর এদিন সন্ধ্যায় লক্ষাধিক দীপে আলোকিত হয়ে উঠেছে অযোধ্যার রাম মন্দির।
রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীর ডাকে দীপাবলি উৎসবে মেতে উঠেছে অযোধ্যা-সহ গোটা দেশ।