Howrah Bill: হাওড়া পুরনিগম বিলে সই করা হয়েছে সেদিনই, জানালেন রাজ্যপাল

Pradipto Kanti Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 19, 2024 | 8:53 PM

Governor Bose: হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৪-এর কথা উল্লেখ করে রাজ্যপালের এক্স মাধ্যমে লেখা হয়েছে, "যে দিন বিলটি এসেছে, সেদিনই সম্মতি দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।" উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বিধানসভায় যে বিলটি পাস হয়, তাতে হাওড়া পুরসভা নিয়ম সংক্রান্ত কিছু বদল করা হয়েছে।

Howrah Bill: হাওড়া পুরনিগম বিলে সই করা হয়েছে সেদিনই, জানালেন রাজ্যপাল
রাজ্যপাল সিভি আনন্দ বোস।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজভবনে পড়ে রয়েছে একাধিক বিল, যাতে সই করেননি রাজ্যপাল। এমন অভিযোগ সেই জগদীপ ধনখড়ের সময় থেকে সামনে এসেছে। বর্তমানে বাংলার যিনি রাজ্যপাল, সেই সি ভি আনন্দ বোসের বিরুদ্ধেও উঠেছে একই অভিযোগ। এবার বিধানসভায় পাশ হওয়া একটি বিলে বিলম্ব না করেই সই করলেন রাজ্যপাল। মঙ্গলবার এক্স মাধ্যমে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। হাওড়া পুরনিগম সংক্রান্ত একটি বিল গত ফেব্রুয়ারি মাসে পাশ হয়েছিল বিধানসভায়। সেই বিলে রাজ্যপাল সই করেছেন বলে জানা গিয়েছে।

হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৪-এর কথা উল্লেখ করে রাজ্যপালের এক্স মাধ্যমে লেখা হয়েছে, “যে দিন বিলটি এসেছে, সেদিনই সম্মতি দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।” উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বিধানসভায় যে বিলটি পাশ হয়, তাতে হাওড়া পুরনিগম নিয়ম সংক্রান্ত কিছু বদল করা হয়েছে। কার হাতে কী ক্ষমতা থাকবে, সে বিষয়ে কিছু পরিবর্তন করা হয়েছে। মূলত নির্মাণ সংক্রান্ত বিষয়ে এই বিল। কলকাতা পুরনিগমের বিধির মতোই হাওড়া পুরনিগমের বিধি তৈরি করা হচ্ছে এই বিল অনুসারে।

তবে হাওড়া পুরনিগম সংক্রান্ত অন্য একটি বিল এখনও পড়ে রয়েছে বলে সূত্রের খবর। ‘দ্য হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল, ২০২১’ বিলটির জন্য পুরনিগম ও বালি পুরসভার নির্বাচন নিয়েও তৈরি হয়েছে জটিলতা। আটকে আছে ভোট। বালিকে হাওড়া থেকে পৃথক করার দাবি আগেই উঠেছিল। পরে ২০২১ সালে বিধানসভায় পাশ হয় সেই বিল। এছাড়া আচার্য-বিলও পড়ে রয়েছে রাজভবনে।

Next Article