CV Ananda Bose: উপাচার্য নিয়োগে রাজ্য হস্তক্ষেপ করতে পারে না: রাজ্যপাল

Sayanta Bhattacharya | Edited By: সায়নী জোয়ারদার

Jan 26, 2024 | 4:06 PM

CV Ananda Bose: শাসকদলের তরফে প্রায়শই দাবি করা হয়, একাধিক বিল রাজভবনে আটকে। এ নিয়ে এদিন রাজ্যপাল বলেন, "আমার এখানে কোনও বিল আটকে নেই। অনেক বিল কেন্দ্রের কাছে আছে। কিছু বিল আলোচনা করার দরকার রয়েছে। সেটা মুখ্যমন্ত্রী সঙ্গে আলোচনা করা হবে। কিছু বিল সংবিধান মেনেই আটকে রয়েছে।"

CV Ananda Bose: উপাচার্য নিয়োগে রাজ্য হস্তক্ষেপ করতে পারে না: রাজ্যপাল
সি ভি আনন্দ বোস
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: উপাচার্য ইস্যুতে ফের বিস্ফোরক রাজ্যপাল। উপাচার্য নিয়োগের এক্তিয়ার আচার্যেরই। সেখানে হস্তক্ষেপ করতে পারবে না রাজ্য। আইন আইনের পথেই চলবে, রাজ্যকে আবারও বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। অর্থাৎ সুপ্রিম কোর্ট অবধি এ মামলা গেলেও, আবারও রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহ। শুক্রবার রাজ্যপাল বলেন, উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার হস্তক্ষেপ করতে পারে না। সুপ্রিম কোর্টের এ ব্যাপারে নির্দিষ্ট করে নির্দেশ রয়েছে।

বুধবারই রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সুপ্রিম কোর্ট উপাচার্য নিয়োগ নিয়ে যে নির্দেশ দিয়েছে, সেইমতোই রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সাক্ষাৎ। আজ শুক্রবার এ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করেছি, সমস্ত বিষয় নিয়ে কথা বলেছি। সেটা প্রকাশ্যে বলার বিষয় নয়।”

শাসকদলের তরফে প্রায়শই দাবি করা হয়, একাধিক বিল রাজভবনে আটকে। এ নিয়ে এদিন রাজ্যপাল বলেন, “আমার এখানে কোনও বিল আটকে নেই। অনেক বিল কেন্দ্রের কাছে আছে। কিছু বিল আলোচনা করার দরকার রয়েছে। সেটা মুখ্যমন্ত্রী সঙ্গে আলোচনা করা হবে। কিছু বিল সংবিধান মেনেই আটকে রয়েছে।”

এ প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যপাল বোস বলেন, “বিশেষ করে উপাচার্য নিয়ে কিছু আইনি পরামর্শ দরকার আছে। সেই বিষয় এখন সুপ্রিম কোর্টে রয়েছে। সরকার ঠিক রয়েছে এবং রাজ্যপাল ও সঠিক রয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী উপাচার্যদের আচার্য  নিয়োগ করেন। মুখ্যমন্ত্রীর নিজের দফতর রয়েছে। সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনও ভূমিকা নেই। আইনি কাঠামো কী রয়েছে, সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। আমি আইনি পরামর্শদাতাদের সঙ্গে আলোচনা করছি। সরকার কোনওভাবে হস্তক্ষেপ করতে পারে না উপাচার্য নিয়োগের ক্ষেত্রে। সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলে আলোচনা করতে নির্দেশ দিয়েছে।”

Next Article