Governor: উত্তর আসেনি আগে, উপাচার্যদের ফের চিঠি দিলেন রাজ্যপাল

সুমন মহাপাত্র | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 22, 2023 | 8:48 PM

Governor: গত এপ্রিল মাসে রাজ্যপাল ওই চিঠি দেওয়ার থেকেই শিক্ষা দফতর তথা রাজ্যের সঙ্গে বিরোধ সামনে আসে রাজ্যপালের।

Governor: উত্তর আসেনি আগে, উপাচার্যদের ফের চিঠি দিলেন রাজ্যপাল
সিভি আনন্দ বোস।

Follow Us

কলকাতা: শুরুর দিকে সরকারের সঙ্গে সম্পর্ক নৈকট্য নিয়ে চর্চা হলেও, ইতিমধ্যেই বেড়েছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। আচার্য বিল নিয়ে দ্বন্দ্ব মেটেনি এখনও। বিশ্ববিদ্যালয়গুলির কাছে সাপ্তাহিক রিপোর্ট চেয়েও পাননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার তাই আবারও মনে করালেন, সেই আদেশের কথা। তিনি আচার্য, তাই তিনি নিজেই রিপোর্ট নেবেন সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে। গত এপ্রিল মাসেই সেই চিঠি পাঠিয়েছিলেন উপাচার্যদের। তবে কারও কাছ থেকেই উত্তর পাননি। এবার ফের সেই একই চিঠিই গেল রাজভবন থেকে।

গত শুক্রবার ফের উপাচার্যদের চিঠি দিয়েছেন রাজ্যপাল তথা আচার্য। সাপ্তাহিক রিপোর্ট চেয়েই ওই চিঠি দিয়েছেন তিনি। তিনি উল্লেখ করেছেন, গত ৪ এপ্রিলের চিঠিতে বলা হয়েছিল, সপ্তাহের শেষ দিনে রিপোর্ট দিতে হবে আচার্যকে। তবে এখনও পর্যন্ত তেমন কোনও রিপোর্ট আসেনি। সে কারণেই আবারও চিঠি দিয়ে রিপোর্ট দিতে বলেছেন তিনি।

গত এপ্রিল মাসে রাজ্যপাল ওই চিঠি দেওয়ার থেকেই শিক্ষা দফতর তথা রাজ্যের সঙ্গে বিরোধ সামনে আসে রাজ্যপালের। শিক্ষা দফতরকে না জানিয়েই কেন চিঠি দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যে ব্রাত্য নিজেই রাজ্যপালের সঙ্গে সহযোগিতার কথা বলেছিলেন, চিঠির পরই বদলে গিয়েছিল তাঁর সুর। এবার সেই একই বক্তব্য জানিয়ে চিঠি দিয়ে রাজ্যপাল কার্যত মনে করিয়ে দিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের রাশ রয়েছে তাঁর হাতেই।

উল্লেখ্য, রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে যাতে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করা হয়, সেই বিল পাশ হয়েছিল বিধানসভায়। কিন্তু তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় সেই বিলে সই না করায় তা কার্যকর করা যায়নি। রাজ্যপাল বদলালেও বিলে সই হয়নি এখনও। কিছুদিন আগে একাধিক বিশ্ববিদ্যালয় পরিদর্শনেও গিয়েছিলেন রাজ্যপাল, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ব্রাত্য বসু।

Next Article