কলকাতা: ভাল নেই শুভদীপ পাল। পথদুর্ঘটনায় জখম শুভদীপকে এসএসকেএমে (SSKM) ভর্তি করাতে না পেরেই বিস্ফোরক সব মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সেই ঘটনায় মদনের বিরুদ্ধে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ পর্যন্ত দায়ের হয়েছে। এসএসকেএম ফিরিয়ে দেওয়ার পর মল্লিকবাজারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শুভদীপ। শুক্রবার রাতে শুভদীপের জন্য এসএসকেএমের ট্রমা কেয়ারে বেড মেলেনি। এরপর শনিবার দিনভর এ নিয়ে বিবৃতি-পাল্টা বিবৃতির বিস্ফোরণ হলেও শুভদীপের জন্য সরকারি হাসপাতালে বেড মেলেনি।
রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সরকারি মেডিক্যাল কলেজে শুভদীপ ভর্তি হয়েছেন ঠিকই। তবে তা কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কলকাতা মেডিক্যাল কলেজে শুভদীপের চিকিৎসায় ১১ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাঁর বুকের পাঁজর ভেঙে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রিয়েটিনিনের মাত্রা বেশি রয়েছে। সোমবার সকালে জ্বরও এসেছে। ফলে সংক্রমণের আশঙ্কা করছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতেই শুভদীপকে সঙ্কটজনক বলছেন তাঁরা।
হাসপাতালের এমএসভিপি অঞ্জন অধিকারী বলেন, “এক কথায় বলতে গেলে শুভদীপ ভাল নেই। কারণ, আমরা ওকে যে অবস্থায় পেয়েছি, ওর একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। মাথার ডানদিকে, ডান চোখে, ডানদিকে বুকেও আঘাত আছে। ও মূলত লেফ্ট চেস্টের উপর লড়াই করছে। এখন স্থিতিশীল হলেও ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছে। আজ সকালে একটু জ্বর এসেছে। আমরা একটু চিন্তিত। যেখানে প্রথম ছিল, সেখান থেকে বেরোনো ডিসকন্টিনিউয়েশন অব থেরাপি হয়েছে। আবার সেখান থেকে ফিরল। আবার আমাদের এখানে এলো। এরকম পেশেন্ট তো।”
চিকিৎসক অঞ্জন অধিকারী বলছেন, তাঁরা রোগীর শারীরিক বিভিন্ন অবস্থার প্যারামিটারের উপর ভিত্তি করে একটা স্কোর ধরেন। সেখানে রোগীর স্কোর ৬-৭ মানে ঠিকঠাক। অথচ শুভদীপের ক্ষেত্রে তা ৩। তা চিন্তায় রাখছে চিকিৎসকদের। মেডিক্যাল বোর্ডে ১০ জন হেড আছেন। এটা চলবে বলেও জানান তিনি। পরিবারের লোকজনের সঙ্গেও প্রতিনিয়ত যোগাযোগ রাখছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুভদীপকে সুস্থ করে বাড়ি ফেরানোই তাঁদের লক্ষ্য।