Train Cancelled: ফের ট্রেন চলাচলে বিঘ্ন, বৃহস্পতি থেকে ২০ দিন শিয়ালদহের দুই শাখায় বাতিল বেশ কিছু ট্রেন

Sayanta Bhattacharya | Edited By: Sukla Bhattacharjee

May 22, 2023 | 8:34 PM

Train News: ৬ লাইন বিশিষ্ট ৬ নম্বর জাতীয় সড়কের (NH-6) ওভারব্রিজের কাজের জন্য ডানকুনি-খড়্গপুর শাখায় আগামী ২৪ মে থেকে ১২ জুন পর্যন্ত প্রতিদিন ২৪০ মিনিট রেলের ওভারহেড তারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Train Cancelled: ফের ট্রেন চলাচলে বিঘ্ন, বৃহস্পতি থেকে ২০ দিন শিয়ালদহের দুই শাখায় বাতিল বেশ কিছু ট্রেন
প্রতীকী ছবি
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

শিয়ালদহ: ফের ট্রেন পরিষেবায় বিঘ্ন। এবার মূলত, কর্ড লাইন শিয়ালদহ-ডানকুনি (Sealdah-Dankuni) ও শিয়ালদহ বারুইপাড়া (Sealdah-Baruipara) লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। ৬ নম্বর জাতীয় সড়কের ওভারব্রিজের কাজ শুরু হয়েছে। তার ফলে ট্রেন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হতে পারে। সেজন্যই আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৪ মে থেকে শিয়ালদহ-ডানকুনি ও শিয়ালদহ বারুইপাড়া শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হচ্ছে। আগামী ২৪ মে থেকে ১২ জুন পর্যন্ত ২০ দিন এই সমস্যা চলবে। মঙ্গলবার রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, ৬ লাইন বিশিষ্ট ৬ নম্বর জাতীয় সড়কের (NH-6) ওভারব্রিজের কাজের জন্য ডানকুনি-খড়্গপুর শাখায় আগামী ২৪ মে থেকে ১২ জুন পর্যন্ত প্রতিদিন ২৪০ মিনিট রেলের ওভারহেড তারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তার জেরেই শিয়ালদহ-ডানকুনি এবং শিয়ালদহ-বারুইপাড়া লাইনে ২০ দিন ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে। মূলত, বাতিলের তালিকায় রয়েছে কয়েকটি EMU ট্রেন। আর কিছু মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে রেলের তরফে জানানো হয়েছে। কোন-কোন ট্রেন বাতিল হচ্ছে এবং কোন ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হচ্ছে, দেখে নেওয়া যাক একনজরে…

২৪ মে থেকে ১২ জুন পর্যন্ত বাতিল EMU ট্রেন
ডানকুনি থেকে ৩২২৪৮, ৩২২৫০ এবং ৩২৪১৩ EMU ট্রেন বাতিল থাকবে।
শিয়ালদহ থেকে ৩২২৪৫ এবং ৩২২৪৭ EMU ট্রেন দুটি বাতিল থাকবে।
বারুইপাড়া থেকে ৩২৪১৪ EMU ট্রেন বাতিল থাকবে।

২৪ মে থেকে ১২ জুন পর্যন্ত বাতিল মেল অথবা একপ্রেস ট্রেন
১২২৫৪ আঙ্গা এক্সপ্রেস ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত ৯০ মিনিট দেরিতে চলতে পারে।
১৫২২৮ মুজফরপুর-এসএমভিডি বেঙ্গালুরু এক্সপ্রেস ৫ জুন ৯০ মিনিটে দেরিতে চলতে পারে।
২২২০২ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস চারদিন- ৩১ মে, ২ জুন, ৯ জুন এবং ১১ জুন
৫০ মিনিট দেরিতে চলতে পারে।

অন্যদিকে, ১৫২৩৪ দ্বারভাঙা-কলকাতা এক্সপ্রেসের ছাড়ার সময় কিছুটা পিছোচ্ছে। আগামী ২৯ মে, ১ জুন, ৮ জুন এবং ১২ জুন এই ট্রেনটি দ্বারভাঙা স্টেশন থেকে দুপুর ৩টে ৪৫ মিনিটের বদলে বিকাল ৫টা ৪৫ মিনিটে ছাড়বে।

ওভারব্রিজ তৈরির কাজের জন্য ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের যে কিছুটা সমস্যায় পড়তে হবে, তা বলা বাহুল্য। এর জন্য রেলের তরফে যাত্রীদের কাছে আগাম দুঃখপ্রকাশ করা হয়েছে।

Next Article