Governor Jagdeep Dhankhar: রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলব রাজ্যপালের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jun 12, 2022 | 4:51 PM

পার্ক সার্কাসে দিনে-দুপুরে গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতায়। এবার এ ঘটনায় খোদ মুখ্য সচিবের থেকে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

Governor Jagdeep Dhankhar: রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলব রাজ্যপালের
ছবি - মুখ্য সচিবের থেকে রিপোর্ট তলব

Follow Us

কলকাতা:  রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এবার সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এমনকী মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলব করেছেন তিনি। পার্ক সার্কাসের গুলি চালনার ঘটনা নিয়েও সরব হয়েছেন তিনি। প্রসঙ্গত, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবারই সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।  এমতাবস্থায় এবার ফের রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে টুইটও করেছেন তিনি। এমনকী শুক্রবার রাত ১০টার মধ্যে রিপোর্টও তলব করেছেন রাজ্যের মুখ্যসচিবের কাছ থেকে। এমনকী যাঁরা আইন হাতে নিচ্ছেন তাঁদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে কড়া ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি। একইসঙ্গে পার্ক সার্কাসের ঘটনা প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করে রিপোর্ট তলব করেছেন তিনি। 

এদিকে শুক্রবার দুপুরে কলকাতার পার্ক সার্কাস চত্বরে বাংলাদেশ দূতাবাসের কাছে গুলি চালনার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায়। বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন চদুপ লেপচা নামে এক পুলিশকর্মী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুপুর ১.৫০ মিনিট থেকে দুপুর ২ টোর মধ্যে তিনিই নিজের রাইফেল থেকেই এলোপাথাড়ি গুলি চালিয়েছেন। স্থানীয় সূত্রে খবর, মোট ১৬ রাউন্ড গুলি চালানো হয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে রিমা সিংহ রায় নামে মহিলার। সেখানেই আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী। 

এদিকে এ ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একটি মর্মান্তিক ঘটনা। সম্পূর্ণ একটি ব্যক্তিগত মানসিক অবসাদ থেকে ছেলেটি এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে কোনও বিষয়ের সম্পর্ক নেই। নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন বিষয়টি দেখছে। তবে, একটা ঘটনা ঘটে যাওয়ার পর প্রশ্ন তোলাটা অত্যন্ত সহজ কাজ। কার মধ্যে কখন কোথায় মানসিক অবসাদ কাজ করছে এটা এভাবে ওপর থেকে দেখে বোঝাটা অসম্ভব ব্যাপার। অবসাদ কার জীবনে রয়েছে এগুলো না জেনে এখানে মন্তব্য করা সমীচীন নয়”।

 

Next Article