কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনার পদের জন্য এবার তৃতীয় নাম চাইল রাজভবন। সূত্রের খবর, প্রথমেই রাজ্যের তরফে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম দেওয়া হয়েছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। এরপর রাজভবনের তরফে দ্বিতীয় নাম চেয়ে পাঠানো হয়। রাজ্য এ আর বর্ধনের নাম পাঠিয়েছিল। এবার তৃতীয় নাম চাওয়া হল। আপাতত ফাঁকাই রয়েছে রাজ্য নির্বাচন কমিশনারের পদ। জট কবে কাটবে, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।
রাজ্যপাল সোমবার সকালে দিল্লি গিয়েছেন। রাতে তাঁর ফেরার কথা। ফের মঙ্গলবার রাজ্যের বাইরে যাচ্ছেন তিনি। ফলে এই জট কবে কাটবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
রাজ্য নির্বাচন কমিশনার পদে সৌরভ দাসের মেয়াদ শেষ হয়েছে রবিবার। তারপর থেকে ফাঁকাই রয়েছে সেই পদ। সোমবার রাত পর্যন্ত জট কাটেনি। রাজ্যের পাঠানো নামেও মিলছে না রাজভবনের সমর্থন।
জানা গিয়েছে, রাজীব সিনহার নাম নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। সূত্রের খবর, রাজ্যের কাছে এই প্রশ্নের উত্তরও জানতে চেয়েছিলেন রাজ্যপাল। তারপরই আরও একটি নাম পাঠায় রাজ্য সরকার। তারপরও সম্মতি মেলেনি। কবে যে নামে সিলমোহর দেওয়া হবে, তা নিয়েও প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। রাজ্য সরকারের তরফে আরও কয়েকজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসারের নাম ভাবা হয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজ্যের প্রস্তাবে সাড়া দিতে চাননি রাজ্যপাল।