Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কার জন্মদিনে ছুটি পাবেন? নিখাদ ছুটির পিছনেও সরকারের এত অঙ্ক!

WB Holiday List: বাংলার ভোট-রাজনীতিতে রাজবংশী বা মতুয়াদের গুরুত্ব নতুন নয়। তৃণমূল, বিজেপি সব দলের মধ্যেই রাজবংশী বা মতুয়া নেতাদের নিয়ে অনেত অঙ্ক চলে। সে তো গেল রাজনীতির কথা। সেই অঙ্কের সঙ্গেই কি কোথাও যোগ রয়েছে ছুটিরও?

কার জন্মদিনে ছুটি পাবেন? নিখাদ ছুটির পিছনেও সরকারের এত অঙ্ক!
Image Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Updated on: Mar 06, 2025 | 8:07 PM

সরকারি কর্মীরা যাতে কোনও ধর্মঘটকে ‘ছুটি’ বলে গণ্য করতে না পারেন, তার জন্য সবরকম ব্যবস্থা করেছে রাজ্য সরকার। নিশ্চিত করা হয়েছে, ধর্মঘটের দিনগুলোয় যেন সবাই কর্মক্ষেত্রে হাজির থাকেন। বনধ যেন কর্মনাশা না হয়, এটাই সরকারের মূল লক্ষ্য। এদিকে, রাজ্যে ছুটির সংখ্যা বেড়েছে বেশ কিছু। যোগ হয়েছে নতুন ছুটি। রাজ্য সরকারি ছুটির তালিকায় রদবদল হয়েছে অনেক। এমনকী কোনও প্রাপ্য ছুটির দিন শনি বা রবিবার পড়ে গেলে, তার জন্য অতিরিক্ত ছুটিও দেয় রাজ্য সরকার। তবে সেই ছুটি কি নিছকই রাজ্য সরকারি কর্মীদের একটু স্বস্তি দেওয়ার জন্য? নাকি এর পিছনে রয়েছে কোনও অন্য অঙ্ক? সম্প্রতি এমনই একটি ছুটি নিয়ে বিতর্ক চরমে ওঠে। শুরু হয়ে যায় রাজনৈতিক...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন