কলকাতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন কী ভাবে হবে, তা ইতিমধ্যেই ঘোষণা হয়েছে রাজ্যে। এবার নম্বর জমা দেওয়ার জন্য নতুন ওয়েবসাইট তৈরি করল শিক্ষা দফতর। সেখানেই নম্বর জাম দিতে হবে স্কুলগুলিকে। আজ, শনিবারই এই সেই নির্দেশিকা দেওয়া হয়েছে। পাশাপাশি, নম্বরে গরমিল যাতে না হয় সে ব্যাপারে স্কুলগুলিকে কড়া বার্তা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। শনিবার পর্ষদ জানিয়েছে, পড়ুয়াদের নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনও গরমিল ধরা পড়লে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করেছে রাজ্য সরকার। তবে জুলাই মাসের মধ্যে পড়ুয়াদের ওই দুই পরীক্ষার ফলপ্রকাশ করা হবে। মাধ্যমিকের ক্ষেত্রে মূল্যায়ন হবে ৫০-৫০ ভাগে। অর্থাৎ নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ৫০ শতাংশ ও দশম শ্রেণির ইন্টারনাল পরীক্ষার ৫০ শতাংশ নম্বর যোগ করে মূল্যায়ন হবে।
আরও পড়ুন: খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, দ্বিতীয় ঢেউয়ে আনলকে ‘ফার্স্ট’ তেলেঙ্গনা
আজ, শনিবার www.wbbsedata.com নামে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেখানে একটি প্রোফর্মা দেওয়া থাকবে। তাতেই নম্বর বসাতে হবে শিক্ষকদের। করোনা পরিস্থিতি ও কার্যত লকডাউনের জেরে যাতায়াতের অসুবিধার কথা মাথায় রেখে ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এখানেই নবম শ্রেণির নম্বর তুলতে হবে। ২১ জুন থেকে ২৪ জুনের মধ্যে নম্বর তোলার কাজ শেষ করতে হবে। প্রয়োজনে স্কুলগুলির কাছ থেকে নম্বরের রেজিস্ট্রার খাতাও চাইতে পারেন পর্ষদ কর্তৃপক্ষ।