Gun Fire: সিন্ডিকেটের ঝামেলা, রাতের শহরে চলল গুলি, রক্তাক্ত ২

Abdul Aziz | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 02, 2024 | 9:42 AM

Gun Fire: প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিবরণ জানতে পেরেছে পুলিশ। রবিবার রাত দেড়টা নাগাদ বাবুঘাট সংলগ্ন এলাকায় অজিত রায়ের কাছ থেকে বালি কিনতে গিয়েছিলেন তপসিয়ার প্রোমোটার আসিফ আলি। আসিফ এলাকায় টিঙ্কু নামে পরিচিত।

Gun Fire:  সিন্ডিকেটের ঝামেলা, রাতের শহরে চলল গুলি, রক্তাক্ত ২
বাবুঘাটে চলল গুলি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: একদিকে যখন রানি রাসমনিতে নাগরিক সমাজের ধরনা মঞ্চে বিক্ষোভ চলছে, তারই ঢিল ছোড়া দূরত্বে বাবুঘাট, বাজাকদম তলায় চলল পরপর ছয় রাউন্ড গুলি। রাতের শহরে গুলিবিদ্ধ ২ জন। তাঁরা বর্তমানে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। এর পিছনে আসিফ নামে তপসিয়ার এক প্রোমোটার  জড়িত রয়েছেন বলে অভিযোগ। আসিফ ও তাঁর ভাই আরিফকে গ্রেফতার করেছে ময়দান থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিবরণ জানতে পেরেছে পুলিশ। রবিবার রাত দেড়টা নাগাদ বাবুঘাট সংলগ্ন এলাকায় অজিত রায়ের কাছ থেকে বালি কিনতে গিয়েছিলেন তপসিয়ার প্রোমোটার আসিফ আলি। আসিফ এলাকায় টিঙ্কু নামে পরিচিত। জানা যাচ্ছে, ৩২ হাজার টাকার বালি ২৮ হাজারে কিনতে চাইছিলেন টিঙ্কু। অজিত তাতে রাজি না হওয়ায় সমস্যার সূত্রপাত। প্রথমে তাঁকে হুমকি দেওয়া হয়। অভিযোগ, ঝামেলা চলাকালীন হঠাৎই পকেট থেকে বন্দুক বের করে ছ’রাউন্ড গুলি চালিয়ে দেন টিঙ্কু। গুলির আঘাতে বালির মালিক অজিত এবং গাড়ির চালক আহত হন। স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে গেলে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে  SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

যদিও অভিযুক্তের পরিবারেরও দাবি, বালি কিনতে আহত হয়েছেন আসিফ আলি এবং তাঁর ভাই। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি করেন, অভিযুক্ত নিজেকে পুলিশ বলে দাবি করেন। এমনকি তাঁর গাড়িতে পুলিশ লেখা লগোও রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article