কলকাতা: শিয়ালদহ থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের (Rajdhani Express) চলন্ত বগিতে চলল গুলি (Gunshot)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধেয়। শিয়ালদহ থেকে আজ বিকেল ৪টে ৫০ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল রাজধানী এক্সপ্রেস। জানা যাচ্ছে, ট্রেনের টিকিট পরীক্ষকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন এক জওয়ান। সেই সময়েই তর্কাতর্কির মধ্যে সার্ভিস রাইফেল থেকে গুলি চলে বলে অভিযোগ। ট্রেন কোডারমা স্টেশনে পৌঁছলে ওই জওয়ানকে আরপিএফ-এর হাতে তুলে দেওয়া হয়। হরবিন্দর সিং নামে ওই জওয়ানকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানাচ্ছেন, হরবিন্দর সিং নামে ওই জওয়ান ধানবাদ থেকে ট্রেনে উঠেছিলেন। তিনি হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন। কিন্তু উঠে পড়েছিলেন শিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেসে। এরপর যখন টিকিট পরীক্ষক তাঁর কাছে টিকিট দেখতে চান, তখনই শুরু হয় ঝামেলা। ওই জওয়ান রাজধানী এক্সপ্রেসের বি৭ ও বি৮ কামরার মাঝখানে দাঁড়িয়ে ছিলেন। টিকিট দেখতে চাইতেই কর্তব্যরত টিটির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই জওয়ান। সঠিক টিকিট দেখাতে না পারায় টিকিট পরীক্ষক তাঁর থেকে জরিমানা চান। সেই সময়েই তর্কাতর্কির মাঝে তাঁর সার্ভিস রাইফেল থেকে গুলি চলে বলে অভিযোগ।
যদিও ঘটনায় কেউ আহত হননি। গুলি চলার পরই রাজধানী এক্সপ্রেসের কর্তব্যরত আরপিএফ কর্মীরা ওই ব্যক্তিকে ধরে ফেলেন। এরপর ট্রেন কোডারমা স্টেশনে পৌঁছতেই সেখানে ট্রেন থামিয়ে আরপিএফ-এর হাতে তুলে দেওয়া হয় ওই জওয়ানকে।
আচমকা চলন্ত ট্রেনের মধ্যে গুলি চলার ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন ট্রেনের বাকি যাত্রীরা। যদিও ঘটনায় কেউ আহত হননি। ওই জওয়ানকে আরপিএফ-এর হাতে তুলে দেওয়ার পর রাজধানী এক্সপ্রেস আবার গন্তব্যের দিকে রওনা দেয়।