দমদম: শহরে ফের নারীর নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। মহিলা কর্মীদের নাইট শিফটে কীভাবে নিরাপত্তা বাড়ানো যায়, তা নিয়ে সম্প্রতি সরকারকে গাইডলাইন তৈরির করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরও বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়তে হল এক তরুণীকে। বুধবার সন্ধ্যায় সল্টলেকের অফিস থেকে বেরিয়ে বিধাননগর স্টেশন থেকে শান্তিপুর লোকাল ধরেছিলেন ওই তরুণী।
সুযোগ নিয়ে ট্রেন থেকে নামার সময় তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে। স্টেশনে নেমে রীতিমতো চিৎকার করতে থাকেন ওই তরুণী। পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযুক্ত কর্মী বর্তমানে ভবানী ভবনে কর্মরত।
ভারতীয় ন্যায় সংহিতার শ্লীলতাহানির ধারায় মামলা রুজু হয়েছে। একদিকে, আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত তথা দোষী সাব্যস্ত সঞ্জয় রায় একজন সিভিক ভলান্টিয়ার ছিলেন। আর এবার শহরে এক মহিলা কর্মীর শ্লীলতাহানির ঘটনায় অভিযোগ উঠল হোমগার্ডের বিরুদ্ধে। সন্ধ্যা ৬টা ৫৭ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।
যে হোম গার্ডের বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। এদিন সল্টলেকের অফিস থেকে বেরিয়ে বিধাননগর থেকে ট্রেন ধরেন তরুণী। ট্রেনে দমদম যাওয়ার জন্য আপ শান্তিপুর লোকালে ওঠেন তিনি। অভিযোগ, দমদমে নামার সময় ভিড়ের সুযোগ নিয়ে তরুণীর শ্লীলতাহানি করেন অভিযুক্ত পুলিশকর্মী। দমদম জিআরপি থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী।
অভিযোগপত্রে তরুণী জানিয়েছেন, আপত্তি জানালেও অভিযুক্ত বিরত থাকেননি। দমদমে নেমে চিৎকার করতে থাকেন তরুণী। তরুণীর কাছে ঘটনার কথা জানতে পেরে সহযাত্রীরা অভিযুক্তকে ধরে জিআরপি’তে নিয়ে যান।